ব্রজিলের বিশ্বকাপ দল ঘোষণা

ব্রজিলের বিশ্বকাপ দল ঘোষণা

neimar10এবারের স্কলারির বিশ্বকাপ দলে জায়গা হয় নি কাকা, রবিনহো ও লুকাস মাওরার। তবে বিশ্বকাপ দলে রয়েছেন প্রত্যাশিত সকল খেলোয়াড়ই। বুধবার ২৩ জনের বিশ্বকাপ স্কোয়াড নিশ্চিত করেন ব্রাজিলের কোচ লুই ফিলিপ স্কলারি। আক্রমন বিভাগে জায়গা পেয়েছেন নেইমার, হাল্ক, ফ্রেড, জো ও বানার্ড। ঘরের মাঠে বিশ্ব শিরোপাটা আবারও নিজেদের করে নিতে ব্রাজিলের হাতিয়ার হতে পারেন এদের যে কেউই। অন্যদিকে নাপোলির হেনরি, ইন্টার মিডফিল্ডার হার্নানেস, রোমার মাইকন ও পিএসজি ডিফেন্ডার ম্যাক্সওয়েলের দলে সুযোগ ছিল অনিশ্চিত। শেষ পর্যন্ত তারা সুযোগ পেয়েছেন ২৩ জনের দলে।  

তবে সাউথ আফ্রিকায় ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ জেতানো দলের অনেকেই নেই এই দলে। বাদ পড়াদের মধ্যে রয়েছেন কাকা, রবিনহো ও লুকাস মাওরারাও।

ব্রাজিল দল:

আক্রমণভাগ: বার্নার্ড (শাখতার দন্তেত্স্ক) , ফ্রেড (ফ্লুমিনেন্সে), হাল্ক (জেনিথ সেইন্ট-পিটার্সবুর্গ), জো (মিনেইরো), নেইমার (বার্সেলোনা)।

ডিফেন্ডার: দান্তে (বায়ার্ন মিউনিখ), ডেভিড লুইজ (চেলসি), হেনরিকে (নাপোলি), থিয়াগো সিলভা (পিএসজি), দানি আলভেস (বার্সেলোনা), মাইকন (রোমা), মার্সেলো (রিয়াল মাদ্রিদ) , ম্যাক্সওয়েল (পিএসজি)।

মিডফিল্ডার: ফার্নানদিনহো (ম্যানচেস্টার সিটি), হারনানেস (ইন্টার মিলান), লুইস গুস্তাভো (উলফসবার্গ) , অস্কার (চেলসি), পাউলিনহো (টটেনহাম), রামিরেস (চেলসি), উইলিয়ান (চেলসি)।

গোলরক্ষক: হুলিও সিজার (টরোন্টো), জেফারসন (বোটাফোগো), ভিক্টর (অ্যাটলেটিকো মিনেইরো)।

খেলাধূলা শীর্ষ খবর