শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মুক্তবাজার অর্থনীতির ফলে বিশ্বের বিভিন্ন দেশে উৎপাদিত পণ্যের মধ্যে বাজার দখলের তীব্র প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ এবং ফ্যাশন ও ডিজাইনে বৈচিত্র্য আনা জরুরি।
তিনি আন্তর্জাতিক বাজারের ক্রেতাদের চাহিদা মাফিক হাল ফ্যাশনের পণ্য উৎপাদনের জন্য দেশে দক্ষ ও প্রশিক্ষিত ফ্যাশন ডিজাইনার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
শিল্পমন্ত্রী মঙ্গলবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিষ্ঠানের ৭ম সমাবর্তন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন এর চেয়ারপারসন গুলশান নাসরিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সচিব ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু আলম মোঃ শহীদ খান ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোঃ আমিনুল করিম বক্তব্য রাখেন।
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
শিল্পমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পখাত বাঙালি জাতির অহংকার। বাংলাদেশের উদীয়মান এ শিল্পখাত ইতোমধ্যে বিশ্বের দ্বিতীয় শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে। নতুন উদ্ভাবন, ফ্যাশন বৈচিত্র্য, দক্ষতা ও নিপুণতা, সস্তা শ্রমিক, বাজার তথ্যের সঠিক বিশ্লেষণ এবং সৃজনশীল উদ্যোগের ফলে এ শিল্পখাত খুব শিগগিরই বিশ্বের শীর্ষস্থানে চলে আসবে। তিনি এ শিল্পখাতের সম্ভাবনা কাজে লাগাতে তরুণ ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনারদের সৃষ্টিশীল চিন্তা ও নান্দনিকবোধকে কাজে লাগানো পরামর্শ দেন। তিনি জানান, তৈরি পোশাক শিল্পখাতে গুণগত পরিবর্তন ও মূল্য সংযোজনের লক্ষ্যে সরকার নবীন উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনারদের সম্ভব সব ধরনের নীতি সহায়তা দিবে।
পরে মন্ত্রী ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
উল্লেখ্য, রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন প্রতিষ্ঠার পর থেকেই পেশাদার ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনার তৈরির লক্ষ্যে কাজ করছে। প্রতিষ্ঠানটি এ পর্যন্ত ১শ’ ৬৭ জন দক্ষ ফ্যাশন ডিজাইনার ও ১শ’ ৪২ জন্য ইন্টেরিয়র ডিজাইনার তৈরি করতে সক্ষম হয়েছে। এসব কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীরা দেশে বিদেশে স্থাপত্য ফার্ম, ডেভেলপার ফার্ম, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া, ফার্নিচার শিল্প, রফতানিমুখী তৈরি পোশাক শিল্প, স্থানীয় ফ্যাশন মার্কেট, বুটিক হাউজ, ড্রেস সাপ্লাইয়ার ইত্যাদি খাতে সুনামের সাথে কাজ করছে।
সনদ বিতরণ শেষে এক মনোজ্ঞ ফ্যাশন শো’র আয়োজন করা হয়।