বরফের মধ্যে মাত্র কয়েক কিয়েক ঘণ্টাই যখন আপনার হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মরবার জন্য যথেস্ট, তখন সুইডেনের পিটার স্কিলবার্গ গড়েছেন অনন্য এক রেকর্ড। খাবার ও পানিয় জল ছাড়াই তিনি মাত্র মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে একটি দুর্ঘটনা কবলিত গাড়ির মধ্যে বেঁচে ছিলেন প্রায় দুই মাস।
জানা যায়, গত ১৯ ডিসেম্বর পিটার দক্ষিণ সুইডেনের উমিয়া শহর থেকে ফেরার পথে তুষাড় ঝড়ের মধ্যে গাড়ি দুর্ঘটনায় পড়েন। এসময় গিাড়ির ভিতর সাময়িকভাবে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর যখন জ্ঞান ফেরে তখন দেখেন গাড়ি ঢেকে আছে দুই ফুট উঁচু তুষাড়ের স্তুপের নিচে। এরমধ্যে গাড়ির ভেতরে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। এরপর কেটে যেতে থাকে দিন। এরমধ্যে খেয়েছেন শুধু গাড়িতে থাকা সামাণ্য খাবার।
গত শুক্রবার একজন ওই পথ ধরে যাবার সময় পিটারের দুর্ঘটনা কবলিত গাড়িটি দেখতে পান। এবং তার ভেতরে সামাণ্য নড়াচড়া চোখে পড়ে। সাথে সাথে তিনি পুলিশকে খবর দিলে পুলিশ এসে পিটারকে বরফ ঢাকা গাড়ির নিচ থেকে উদ্ধার করে।
পিটারের দুই মাস ধরে বরফের মধ্যে আটকে থাকাকে আশ্চর্যজনক ঘটনা বলেই উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন শুক্রবার পিটারকে উদ্ধার করা না হলে সে আর দুই তিন দিনের মধ্যেই মারা পড়তো।
পিটারকে উমিয়া ইউনির্ভাসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।