বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বিনোদনের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাসে ওপেন হাউস অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান কালচারাল ট্যুরিজম – ডিসি -এর সহযোগিতায় সপ্তম বারের মতো বাংলাদেশ দূতাবাস এ ‘ওপেন হাউস’ এর আয়োজন করে।
সঙ্গীত, নৃত্য, দেশীয় হস্তশিল্প, বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার এবং পর্যটনশিল্প সহ জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের নানাবিধ অর্জনের চিত্র নিয়ে সাজনো হয় দূতাবাস ।
দিনব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশ ওপেন হাউসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও অন্যান্য দেশ থেকে এবং বাংলাদেশী কম্যুনিটি থেকে কয়েক সহস্র দর্শনার্থী আগমন করে। রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের এবং মিসেস রিফাত সুলতানা আকরাম অতিথিগণকে অভ্যর্থনা জানান। সব অতিথিকে একটি করে প্রতীকী বাংলাদেশের জাতীয় পতাকা উপহার দেয়া হয়।
প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে সাংস্কৄতিক অনুষ্ঠানে বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতি-কে তুলে ধরা হয়। সকাল ১০ টা থেকে বিকেল ০৫ পর্যন্ত নিয়মিত বিরতিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে লোকগীতি, লোকনৃত্য, আধুনিক ও বাংলা ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন প্রবাসী বাংলাদেশী শিল্পীরা । এছাড়া বাংলাদেশের শাড়ি, অলঙ্কারসহ নানা প্রকার হুস্তশিল্প, পাট, চামড়া ও সিরামিক এর রফতানি যোগ্য নানা পণ্য প্রদর্শন করার পাশাপাশি মেহেদী সজ্জার আয়োজন করা হয়। অতিথিরা উৎসাহের সাথে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার উপভোগ করেন।
এছাড়া বাংলাদেশের পর্যটন শিল্পসহ, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের অবদান ও নারী উন্নয়নে বাংলাদেশের সাফল্যের নানা চিত্র অতিথিদের অবগতির জন্য তুলে ধরা হয় । বিকাল ০৫ টা পর্যন্ত অনুষ্ঠিত বাংলাদেশ ওপেন হাউস এ বছর প্রায় তিন সহস্রাধিক অতিথির সমাগম ঘটে।