এবার এক সঙ্গে বড় পর্দায় আসছেন তাহসান-ফারিয়া

এবার এক সঙ্গে বড় পর্দায় আসছেন তাহসান-ফারিয়া

thsan_mithilaএবার এক সঙ্গে বড় পর্দায় আসছেন সময়ের জনপ্রিয় অভিনেতা ও গায়ক তাহসান এবং নুসরাত ফারিয়া। তারা রেদওয়ান রনি’র নতুন চলচ্চিত্র মরীচিকা’য় চুক্তিবদ্ধ হয়েছেন। আর এর মাধ্যে তাহসানের সাথে নুসরাত ফারিয়া’র চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে।

এ ছবির শুটিং শুরু হবে আগস্টের মাঝামাঝি সময়ে।

 রেদওয়ান রনি বলেন ‘তাহসান তো সেই লেভেলের হিট। তার অভিনয়ও দারুণ ।  সাথে স্মার্ট গার্ল নুসরাত ফারিয়া। আশা করছি নতুন স্বাদ উপভোগ করবে দর্শক।’

অন্যান্য বিনোদন