‘যোধা-আকবর’-এর পর ফের ঐতিহাসিক ছবি করবেন আশুতোষ গোওয়ারিকর৷ নায়ক হিসেবেও বেছে নিয়েছেন ‘যোধা আকবরে’র নায়ক হৃত্বিককেই। ছবিটির নাম ‘মহেঞ্জোদারো’৷
এই ছবির চিত্রনাট্য লেখা বহুদিন আগে শেষ হলেও, প্রধান চরিত্রে অভিনয়ের জন্য আশুতোষ চাইছিলেন হৃত্বিককে৷ কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলায় থাকায় হৃত্বিক প্রথমে ছবিটি করবেন না বলে আশুতোষকে জানিয়ে দেন৷
তবে আশুতোষ নাছোড়বান্দা। তিনি নাকি হৃত্বিককে জানিয়েছিলেন, তিনি অপেক্ষা করবেন হৃত্বিকের জন্যই৷ শেষমেশ আশুতোষকে হ্যাঁ জানিয়েছেন হৃত্বিক৷ চলতি বছরের শেষের দিকে শুরু হবে ছবিটির শ্যুটিং৷ আপাতত, চলছে অন্যান্য কাস্টিংয়ের কাজ৷ জানা গিয়েছে, গুজরাট, বিহারের নানা জায়গায় শ্যুটিং হবে এই ছবির৷ কিছু দৃশ্যের শ্যুটিংয়ের জন্য ছবির পুরো টিম উড়ে যেতে পারে মধ্যপ্রাচ্যেও৷