কদিনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। সোমবার কমনওয়েলথ ব্যাংক ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়ার পর এই ব্যাটসম্যান স্বীকার করে নেন তার একদিনের ক্যারিয়ার এরই মধ্যে শেষ হয়ে গেছে। যদিও টেস্ট অব্যাহত রাখার ঘোষণা দেন পন্টিং।
মঙ্গলবার সিডনিতে এক সংবাদ সম্মেলনে পন্টিং বলেন,‘কিছুটা দুঃখভারাক্রান্ত মনেই এখানে আসতে হয়েছে। আমি এমন সময়ে অবসরে যাচ্ছি যখন এরই মধ্যে আমি দলে নেই। অস্ট্রেলিয়ার হয়ে আর ওয়ানডে খেলার কোনো প্রত্যাশা করছি না এবং আমি নিশ্চিত নির্বাচকরা আমাকে আর দলে নেবেন না।’
পন্টিং জানান, ২০১৫ সালের বিশ্বকাপকে সামনে রেখে নির্বাচকরা ওয়ানডের যে দল গড়ছেন সেখানে তিনি নেই বলে জানিয়েছেন দলের নির্বাচক জন ইনভারেরিটি।
অবসর নিলেও ওয়ানডে ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম হয়েই থাকবেন তিনটি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়াকে দুটি বিশ্বকাপ উপহার দেওয়া পন্টিং। ৪২.০৩ গড়ে ১৩ হাজার ৭০৪ রান করেছেন যেটা শচীন টেন্ডুলকারের পরে সর্বোচ্চ। এছাড়া দেশের পক্ষে সর্বোচ্চ একদিনের ম্যাচ খেলার কৃতিত্বও পন্টিংয়ের দখলে।