চট্টগ্রাম শহীদ মিনারে শ্রদ্ধা জানালো বিপিএলের ৬টি দল

চট্টগ্রাম শহীদ মিনারে শ্রদ্ধা জানালো বিপিএলের ৬টি দল

অমর একুশে উপলক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ছয়টি দলটি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। এ সময় দেশি-বিদেশি ক্রিকেটার, আম্পায়ার ও বিপিএল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার সকাল ১১টায় প্রথমে দুরন্ত রাজশাহী দলটি শহীদ মিনারে আসে। দলের খেলোয়াড় ও কর্মকর্তারা মিলে প্রায় ২০ জনের মতো উপস্থিত ছিলেন এ সময়।

এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিপিএল অফিসিয়াল, আম্পায়ার ও মেম্বার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তাদের পর একে একে খুলনা রয়েল বেঙ্গলস, সিলেট রয়্যালস, ঢাকা গ্ল্যাডিয়েটরস, বরিশাল বার্নার্স ও চিটাগং কিংসের খেলোয়াড় ও কর্মকর্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

খুলনা রয়েল বেঙ্গলসের দেশি-বিদেশি ক্রিকেটারের পরনে ছিল পাঞ্জাবি। ক্রিকেট তারকার ভিড়ে জয়াসুয়িরা, ইমরান নাজির, সাকিব, আকরাম খান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, আফতাব, জুনায়েদ, আবদুল রাজ্জাক, খালেদ মাহমুদ সুজন, আশরাফুল, মোহাম্মদ রফিক প্রমুখকে প্রাণবন্ত দেখা গেছে শহীদ মিনারে।

সূত্র জানায়, সিলেট রয়্যালস সন্ধ্যা ছয়টায় হোটেল পেনিনসুলায় সংবাদ সম্মেলন করবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ (মঙ্গলবার) চট্টগ্রামে বিপিএলের কোনো ম্যাচ নেই। বুধবার বেলা ২টায় ঢাকা গ্ল্যাডিয়েটরস ও সিলেট রয়্যালস এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় বরিশাল বার্নাস ও খুলনা রয়েল বেঙ্গলস মুখোমুখি হবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে।

এরপর ছয়টি দলই চট্টগ্রাম ত্যাগ করবে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে বিপিএলের তৃতীয় পর্বের খেলা এবং শিরোপা নির্ধারণী লড়াই।

খেলাধূলা