বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়াকে তিস্তা ইস্যুতে আন্দোলন করার পরামর্শ দিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘তিস্তার পানি নিয়ে আন্দোলন করুন। আমরা আপনাদের সঙ্গে থাকবো। ভদ্রতার লেভাজে কোনো দাবি আদায় হবে না। জাতীয় ইস্যু নিয়ে আন্দোলন করলে জনগণ সাড়া দেবে।’
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘দ্য স্টেট অব দ্য তিস্তা-দ্য ওয়ে ফরওয়ার্ড’ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি।
তিস্তা আন্দোলন সম্পর্কে মান্না বলেন, ‘এটা এখন গণদাবি। উত্তরবঙ্গ আর কৃষককে বাঁচাতে হলে তিস্তার পানি ফিরিয়ে আনতে হবে। এর কোনো বিকল্প নেই।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘না চাইতেই ভারতকে ট্রানজিট দেওয়া হয়, নদীতে বাঁধ দিতে দেওয়া হয়। কিন্তু এর মাশুল কি হবে তা একবারও ভাবে না সরকার।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দেশের অভ্যন্তরে এসে অন্য দেশের বাহিনী নিরীহ মানুষকে হত্যা করে যায়। অথচ সরকার সে বিষয়ে প্রতিবাদ করে না। সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত এসব করছে।’
তিনি বলেন, ‘কথিত ৫ জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে দেশ চালাচ্ছে সরকার। এরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গণতন্ত্রকে চিবিয়ে খাচ্ছে। এদের মুখে নীতি কথা মানায় না।’
সুরঞ্জিত সেনের সমালোচনা করে মান্না বলেন, ‘তিস্তার পানির দাবিতে বিএনপি মিছিল করতে চাইলে আপনি বলেছেন, এটা ভারতবিরোধী আন্দোলন। কিন্তু তিস্তার পানির বিষয়ে কথা না বলে আপনি ভারতপ্রীতি দেখাচ্ছেন। ঢাকায় বসে আছেন কেন? আপনি কলকতায় বা দিল্লিতে যান। সেখানে বেশি বাহবা পাবেন।’
‘গ্রিন ওয়াচ ঢাকা’র সম্পাদক মোস্তফা কামাল মজুমদারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. এসআই খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক জসিম উদ্দিন, বুয়েটের পানি সম্পদ প্রকৌশলের বিভাগীয় প্রধান অধ্যাপক সাব্বির মোস্তফা খান প্রমুখ।