জার্গেনসনকে অব্যাহতি দিয়ে দিলো বিসিবি

জার্গেনসনকে অব্যাহতি দিয়ে দিলো বিসিবি

jargensonবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শেন জার্গেনসেনকে অব্যাহতি দিয়েছে বিসিবি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সময়ে দেশীয় কোচ নিয়োগ দেয়া হবে এবং নতুন কোচ নিয়োগে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিসিবির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

পাপন বলেন, আমাগী এক থেকে দেড় মাসের মধ্যে নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। এজন্য ৫ সদস্যের কমিটিও গঠিন করেছি আমরা। কমিটির সদস্যরা হলেন- জালাল ইউনুস, আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও মাহবুব আনাম।

তিনি জানান, বোর্ড মিটিংয়ের আগে জার্গেনসেনের সঙ্গে আমরা  বৈঠক করেছি। তিনি যেহেতু থাকতে রাজি হচ্ছেন না; সেহেতু নতুন কোচ খোঁজা হচ্ছে। ইন্ডিয়া সিরিজের আগেই নতুন কোচ নিয়োগে ৫ সদস্যেরে কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ইন্ডিয়া সিরিজের আগে নতুন কোচ খুঁজে না পেলে স্থানীয় কোচ দিয়েই ইন্ডিয়া সিরিজ চালানো হবে।

উৃল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশ দলের বোলিং কোচের চাকরি নিয়ে আসেন শেন জার্গেনসেন। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই জার্গেনসেনের অধীনে দারুণ সাফল্য পান মুশফিকরা। এরপর ২০১৩ সালের ফেব্রুয়ারিতে এসে মূল কোচের দায়িত্বটা তার ওপরই দিয়ে দেয় বিসিবি।

অন্যান্য খেলাধূলা