দেশের বৃহৎ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ আয়োজিত ‘বসুন্ধরা গ্রুপ কর্পোরেট টুর্নামেন্ট-২০১২’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরণ করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান।
মঙ্গলবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের ছেলে মাস্টার ওয়ালিদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজর মোহাম্মদ আবু তৈয়ব, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানকে ক্রেস্ট উপহার দেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ইমরুল হাসান।
পুরস্কার বিতরণ শেষে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আগামী বছর ক্রিকেট টুর্নামেন্টে চাম্পিয়ন দলকে ১০ লাখ টাকা পুরস্কার ও সেঞ্চুরি করলেই ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দেন।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম বলেন, ‘বসুন্ধরা গ্রুপ যা করে তা দেশে দৃষ্টান্ত হয়ে থাকে। এই ক্রিকেট প্রতিযোগিতা আয়োজনও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ বছর এ প্রতিযোগিতার যাত্রা শুরু হলো। ভবিষ্যতে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানের নেতৃত্বে এ প্রচেষ্টা আরও এগিয়ে যাবে বলেই আমরা আশা রাখি।’
কর্পোরেট লীগ আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা গ্রুপের প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠছে বলেও মত দেন তিনি।
শুভেচ্ছা বক্তব্যে মোহাম্মদ আবু তৈয়ব বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের অন্যতম কর্পোরেট হাউজ। দাপ্তরিক কাজের পাশাপশি এ প্রতিষ্ঠান প্রতিবছর কর্পোরেট টুর্নামেন্টের আয়োজন করে। এবছরের ক্রিকেট খেলা দেখে মনে হয়েছে আমাদের মধ্য থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় রয়েছে।
বসুন্ধরা সামাজিক দায়বদ্ধতার দিক থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
টুর্নামেন্টের চাম্পিয়ন হয়েছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার। যাদের ৬ লাখ ৬৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। রানার আপ হয়েছে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভলপমেন্ট । যাদের ২ লাখ ৬০ হাজার পুরস্কার দেওয়া হয়েছে।
প্রতিযোগিতায় ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (বাংলানিউজটোয়েন্টিফোর.কম) আতিকুর রহমান। তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
টুর্নামেন্টের প্রথম খেলা অনুষ্ঠিত হয় মিডিয়া ও ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভলপমেন্টের মধ্যে। ওই খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন খতিবুর রহমান উজ্জল। দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয় মিডিয়া ও বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারের মধ্যে। ওই খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন অসিম ভট্টাচার্য। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভলপমেন্ট এবং বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারের মধ্যে। ওই খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিপ্লব।
বেস্ট বোলার (৫ উইকেট) হিসেবে ২৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের (কালের কণ্ঠ) নাভিদ ইশতিয়াক তরু।
বেস্ট ফিল্ডার হিসেবে ইস্ট ওয়েস্ট প্রোপার্টিজ ডেভলপমেন্টের খতিবুর রহমান উজ্জলও পেয়েছেন ২৫ হাজার টাকা পুরস্কার। ৯০ রান করে বেস্ট ব্যাটস ম্যান হয়েছেন ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভলপমেন্টের তামিম রহমান। তিনিও পেয়েছেন ২৫ হাজার টাকা পুরস্কার। বেস্ট উইকেট কিপার নির্বাচিত হয়েছেন বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারের বিপ্লব। তাকেও ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
এছাড়া, ব্যাডমিন্টন খেলায় চাম্পিয়ন হয়েছে মো. ইমরুল হাসান (নির্বাহী পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট, ইডব্লিউপিডি) ও মো. তরিকুল ইসলাম জুটি। যাদের এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
এতে রানার আপ হয়েছে মোহাম্মদ সায়মুন মুরাদ ও অসিম ভট্টাচার্য জুটি। যাদের ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।
দ্বিতীয় রানার আপ হয়েছে নাসিরউদ্দিন ভুঁইয়ান (নিপুন) ও মো. তাসলিমুজ্জামান (সানজান) জুটি। তারা পেয়েছেন ২৫ হাজার টাকা পুরস্কার।