খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

ririসারা দেশের খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় জেলা প্রশাসকদের (ডিসি) প্রতি নির্দেশনা জারি করতে সংশ্লিষ্টদের প্রতি আদেশ দিয়েছে আজ হাইকোর্ট।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়।

স্থানীয় সরকার সচিব, পরিবেশ সচিব, পানিসম্পদ সচিব ও অর্থ সচিব এবং পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের প্রতি এ আদেশ দেয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে আদালতের এ আদেশ বাস্তবায়ন করে একটি অগ্রগতি প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরশেদ।

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী সারা দেশের খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় জনস্বার্থে গত বছর ৭ এপ্রিল একটি রিট পিটিশন দায়ের করে।

এ রিটের প্রেক্ষিতে বিষয়টির ওপর রুল জারি করেছিল আদালত। একই সঙ্গে দেশের খাল, খেলার মাঠ ও পার্ক রক্ষায় ‘পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন’-অনুসারে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের আদেশ দেয়া হয়। আদালতের ওই আদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়িত না হওয়ায় গত ২৮ এপ্রিল বিষটির ওপর প্রয়োজনীয় আদেশ চেয়ে আবারও আবেদন করা হয়।
আদালতে আবেদনটির পক্ষে আজ শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।

বাংলাদেশ শীর্ষ খবর