কানে আমন্ত্রণ পেয়েছে ‘শুনতে কি পাও’

কানে আমন্ত্রণ পেয়েছে ‘শুনতে কি পাও’

image_80185_0থিয়েটারে প্রদর্শিত হতে যাচ্ছে ‘শুনতে কি পাও!’ একই সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে নবীন নির্মাতাদের বিশেষ আসর ‘লা ফ্যাব্রিক সিনেমা দ্যু মুন্দেতে ‘শঙ্খধ্বনি’ চিত্রনাট্যের জন্য এ বছর আমন্ত্রণ পেয়েছেন পরিচালক কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীন।

২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার আঘাতে ভদ্রা নদীর পাশের সুতরখালি গ্রামের স্বপ্নভাঙা মানুষের স্বপ্ন বুননের চিত্র ক্যামেরার ফ্রেমে বন্দি করে নির্মাণ করা হয় ‘শুনতে কি পাও’ ছবি । এখন পর্যন্ত ছবিটি অর্জন করেছে ১৭টি আন্তর্জাতিক পুরস্কার। এমাসের ১৩ তারিখে প্যারিসের লুক্সার থিয়েটারে প্রদর্শিত হতে যাচ্ছে ছবিটি।

অন্যদিকে ১৪ মে থেকে কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আয়োজন ‘বিশ্ব চলচ্চিত্র বাজার’ এ নির্বাচিত হয়েছে কামার আহমেদ সাইমনের দ্বিতীয় ছবি ‘শঙ্খধ্বনি’র চিত্রনাট্য। তাই কান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত অতিথি হয়ে যাচ্ছেন পরিচালক কামার আহমাদ সাইমন ও প্রযোজক সারা আফরীন।

এ বছর ১২৫টি চিত্রনাট্য থেকে নির্বাচিত দশটির প্রযোজক-পরিচালক আমন্ত্রণ পেয়েছেন এই কার্যক্রমে।

বিনোদন শীর্ষ খবর