চাঁদপুরে দুইটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। রোববার রাতে মেঘনা মোহনার লগ্গী মারার চর এলাকায় থেকে কোস্টগার্ডের সদস্যরা এই জাটকা আটক করে।
কোস্টকার্ড সূত্র জানায়, চাঁদপুর স্টেশনের সাব লেঃ এম জাকির হোসেনের নেতৃত্বে রোববার গভীর রাতে হাইমচর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি আব-এ জম জম ও শরীয়তপুর থেকে ছেড়ে আসা এমভি শরীয়তপুর যাত্রাবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩০মন জাটকা জব্দ করে কোস্টগার্ড জেটিতে নিয়ে আসে।
সোমবার সকালে চাঁদপুর শহরের চৌধুরীঘাট কোস্টগার্ড জেটিতে জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এতিমখানা, মাদরাসা প্রতিনিধি ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড সাব লেঃ জাকির হোসেন জানান, আটক জাটকার আনুমানিক মুল্য প্রায় তিন লাখ টাকা। তবে জাটকার সঙ্গে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি। সরকারের মূল্যবান সম্পদ রক্ষা, চোরাচালান রোধ ও জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় কোস্টগার্ডের এ ধরনের অভিযান আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।