পৃথিবীর বুকে থাকা ব্যাকটেরিয়ার উপস্থিতিতেই সম্ভব হতে পারে ‘মারস কলোনাইজেশন’-এর বিজ্ঞানীদের স্বপ্ন৷ মহাকাশযানে চড়ে এই ব্যাকটেরিয়াই পৌঁছে যেতে পারে লালগ্রহের বুকে, বাসা বাঁধতে পারে সেখানে৷ নাসার বিজ্ঞানীদের গবেষণা মনে করছে এমন অবিশ্বাস্য কথাই৷
দীর্ঘদিন ধরেই পৃথিবীর প্রতিবেশী মঙ্গল ও শুক্রগ্রহের সঙ্গে ‘কলোনাইজেশন’ বা প্রতিবেশী সখ্য পাতানোর স্বপ্ণ দেখছিলেন পৃথিবীর বিজ্ঞানীরা৷ তবে তা এতদিন পর্যন্ত আব ছিল কল্পবিজ্ঞানের পাতাতেই৷ এবার তা রূপ পেতে পারে বাস্তবে৷ সদ্য লালগ্রহে পা রাখা কিছু মহাকাশ যানে তেমন কিছু ‘জৈব-বোঝা’ বা ব্যাকটেরিয়া বাহিত হয়েছে বলেই মনে করছেন তারা৷
মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা-র বিজ্ঞানীরা জানিয়েছেন, “চলচ্চিত্রে প্রায়ই দেখা যায় অন্য গ্রহ থেকে জীবাণু এসে পৃথিবীতে বাসা বাঁধে৷ কিন্তু এবার সম্ভবত পৃথিবী থেকে মঙ্গলে ব্যাকটেরিয়া গিয়ে বাসা বাঁধতে চলেছে৷”