চীনে সেতু ভেঙে নিহত ১১

চীনে সেতু ভেঙে নিহত ১১

image_80061_0চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডোং প্রদেশের লিয়াংকেংকো গ্রামে নির্মাণাধীন সেতু ভেঙে পড়ে ১১ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
সূত্র জানায়,শনিবার স্থানীয় সময় বিকেলে অবৈধভাবে নির্মাণাধীন সেতুটি ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাওমিং শহরের তথ্য বিভাগের একজন কর্মকর্তা।এসময় ধ্বংসস্তূপ থেকে ২৬ জনকে টেনে বের করা হয়।ঘটনাস্থলেই পাঁচজনের প্রাণহানি ঘটে।হাসপাতালে নেয়া হলে আরো ছয়জন প্রাণ হারান।আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদের মধ্যে আটজনের অবস্থা আশংকাজনক।

কর্মকর্তা আরো জানান, লিয়াংকেংকো গ্রামের একটি খালের উপর সেতু নির্মাণ করতে চাইলে স্থানীয় সরকার তাতে অনুমতি দেয়নি। অনুমতি পেতে ব্যর্থ হয়েও ওই গ্রামের লোকজন সেতু নির্মাণের কাজ শুরু করেন। কর্তৃপক্ষ বারবার নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দিলে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখেন গ্রামের বাসিন্দারা। তবে বৃহস্পতি-শনিবার তিন দিন মে দিবসের ছুটির সুযোগে গ্রামবাসী আবারও সেতু নির্মাণের কাজ শুরু করলে এ দুর্ঘটনা ঘটে।

এই প্রকল্পের জন্য দায়ী তিন ব্যক্তিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে মাওমিং নগর কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক শীর্ষ খবর