তিনি গতকাল শনিবার বিকালে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বালিপাড়ার চণ্ডীপুর হাইস্কুল মাঠে জাতীয় পার্টির (জেপি) আয়োজিত এক গণসমাবেশে আরো বলেন, যে কোন বিপদে বা আশঙ্কাজনক পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হবে। সকলে একমত হয়ে কাজ করলে সরকার থেকে প্রাপ্ত সম্পদ সঠিকভাবে ব্যবহার করা যায়। গত ৩০ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে এ কথা আজ অনুধাবন করছি যে, রাষ্ট্রীয় সম্পদ সীমিত হলেও তার পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে সঠিকভাবে কাজ সম্পন্ন হয়। এ এলাকা উপকূলবর্তী বলে বেড়ী বাঁধ ও স্লুইস গেট নির্মাণ করে হাজার হাজার একর জমির ফসল উত্পাদনে সুদূরপ্রসারী কাজ করার পরিকল্পনা আমাদের রয়েছে। জনগণ ঐক্যবদ্ধ হোন, দেখবেন আপনাদের উন্নত জীবন-যাপন নিশ্চিত করতে সরকার এগিয়ে আসবে। বৃহত্তর জনগোষ্ঠী এ অঞ্চলে বসবাস করে। তাদের জন্য কাজ করার এখনই সময়। প্রকৃতির সাথে লড়াই করে যারা বেঁচে থাকেন তাদের, বিশেষত উপকূলের মানুষের জীবনযুদ্ধে আমরা শরিক হতে চাই। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ, আমাদের প্রচেষ্টা থাকবে মানুষ যাতে ভালভাবে বেঁচে থাকতে পারে তার নিশ্চয়তা বিধান করা।
এ গণসমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা চেয়ারম্যন মাসুদ সাঈদী, ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা জেপি’র আহ্বায়ক ও পত্তাশী ইউপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপন, সদস্য সচিব ও বালিপাড়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম দোদুল প্রমুখ। এর আগে আনোয়ার হোসেন মঞ্জু চণ্ডীপুর পল্লী বিদ্যুত্ লাইন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান, পল্লী বিদ্যুত্ সমিতির জিএম রবীন্দ্রনাথ দাস প্রমুখ।
মন্ত্রী বিকালে জিয়ানগর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় বলেন, দেশের সংবিধানে স্পষ্টত উল্লেখ আছে স্থানীয় সরকার ব্যবস্থাকে সংহত করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ, যা রাজনৈতিক দলগুলোও তাদের ঘোষণাপত্রে সন্নিবেশিত করেছে। আমি এ এলাকায় এই ধারার প্রচলন ঘটাতে চাই, যার সূচনা করা হলো। উপজেলা পর্যায়ে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও বিভিন্ন দলের অংশগ্রহণে কমিটি করে সরকারের নানা বরাদ্দ যাতে সমবন্টন হয় তার নিশ্চয়তা বিধান করা হবে। এ ক্ষেত্রে সাধারণ নিয়োগ, প্রকল্প কাজসহ সকল উন্নয়নমূলক কাজে অযাচিত হস্তক্ষেপ গত ৩০ বছরে আমি করিনি, যা অব্যাহত থাকবে। গণতান্ত্রিক মানসিকতা থেকে নিয়মানুযায়ী সম্পদ বিতরণ করে স্বচ্ছতার নিদর্শন স্থাপন করতে চাই। প্রয়োজনের তুলনায় বরাদ্দ পর্যাপ্ত নয় বলে প্রাপ্ত সম্পদের সমবন্টন নিশ্চিত করা হবে।
জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং উপজেলার সকল সরকারি কর্মকর্তার সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, ইউপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার, শাহ আলম হাওলাদার ও মশিউর রহমান মঞ্জু, আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন ইউএনও সিদ্ধার্থ শংকর কুন্ডু। এর আগে মন্ত্রী কৃষি প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষকদের মাঝে সার বিতরণ করেন। দুপুরে পরিবেশ ও বনমন্ত্রী পাড়েরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত জনগণের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ এলাকা সমুদ্র তীরবর্তী হওয়ায় জোয়ার-ভাটার কারণে পানি কমবেশি হয় বলে সে াতে নদীভাঙ্গন দেখা দেয়, যা নিয়ন্ত্রণ করতে আমাদের সরকার বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। সাম্প্রতিক উপজেলা নির্বাচন নিয়ে অনেককে দেশ-বিদেশে ইনিয়ে-বিনিয়ে নানা কথা বলতে শোনা যায়। উপজেলা নির্বাচন যে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন হয়েছে তার প্রমাণ এই জিয়ানগর উপজেলা।
পরিবেশ ও বনমন্ত্রী গতকাল শনিবার পত্তাশী, বালিপাড়া ও পাড়েরহাট ইউনিয়নের বিশেষ ভিজিএফ কর্মসূচির অধীনে জাটকা আহরণে বিরত জেলে পরিবারের মধ্যে খাদ্যশস্য বিতরণ করেন। তিনি ইন্দুরকানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করেন। বিকালে মন্ত্রী কলারণ ফেরিঘাট পরিদর্শন করেন। গতকাল আনোয়ার হোসেন মঞ্জুর জিয়ানগরে সফরসঙ্গীদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক মহিউদ্দীন মহারাজ, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম, জেপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রেনু, যুগ্ম মহাসচিব খলিলুর রহমান খলিল, অর্থসচিব আব্দুস সালাম বাহাদুর, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, কেন্দ্রীয় যুব সংহতির নেতা নূরুজ্জামান হোসেন, আওয়ামী লীগের উপজেলা সম্পাদক মনিরুজ্জামান মৃধা, টুঙ্গীপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, ভাণ্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, গৌরীপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, ভাণ্ডারিয়া জেপি নেতা মোশারফ হোসেন, জেপি’র জিয়ানগর উপজেলা যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন, মিজানুর রহমান, আনিসুর রহমান, মহসীন হাওলাদার মধু, কাওসার উদ্দীন দুলাল, আব্দুল আলীম স্বপন প্রমুখ।
ভাণ্ডারিয়া সংবাদদাতা ফজলুর রহমান জানান, পরিবেশ ও বনমন্ত্রী গতকাল রাতে “আলোকিত ভাণ্ডারিয়া বন্দর” কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এক যুব সমাবেশে বক্তব্য দেন। এছাড়া সকালে নদমূলা ইউনিয়নের নদমূলা বাজার থেকে হাইস্কুল হয়ে ধাওয়া বাজার পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, ইউএনও কাজী মাহবুবুর রশীদ, ইউপি চেয়ারম্যান শফিকুল কবির তালুকদার বাবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান, স্থানীয় সমাজসেবী মেজবাহউদ্দীন আরিফ প্রমুখ।