সবকিছু ঠিক থাকলে ফের পাকিস্তানের কোচ হিসেবে দেখা যেতে পারে দেশটির সাবেক টেস্ট অধিনায়ক ওয়াকার ইউনুসকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্য থেকে তেমন আলামতই পাওয়া যাচ্ছে।
পাকিস্তানের স্থানীয় একটি পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শেঠি জানান, ‘আমার মনে হয় ওয়াকার ইউনুস ও মঈন খান জুটি পাকিস্তানের জন্য বেশি কার্যকরী হবে। তাই ডেভ হোয়াটমোরের ন্যায় আমি এই দুজনকেও দুই বছরের জন্য চুক্তির প্রস্তাব দিচ্ছি।’
প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত পাকিস্তানকে কোচিং করা ওয়াকার ইউনুসও দেশের কোচ হতে রাজি আছেন। গেল বুধবারই জাতীয় দলের কোচিং করাতে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেন পাক কিংবদন্তি এই পেসার। ফলে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলতে হচ্ছে পাকিস্তান ক্রিকেট দলের কোচ হচ্ছেন ওয়াকার। সূত্র: এনডিটিভি।