আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি প্রতিটি টিভি চ্যানেলই প্রচার করবে বিশেষ বিশেষ অনুষ্ঠান। এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে নাটক, সঙ্গীতানুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান, প্রামান্য অনুষ্ঠান, টকশো প্রভৃতি। বিভিন্ন টিভি চ্যানেলের অমর একুশের নির্বাচিত অনুষ্ঠানে চোখ রাখা যাক।
একুশের বিশেষ নাটক
কপিরাইট
এটিএন বাংলায় ২১শে ফেব্র“য়ারি রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘কপিরাইট’। মোজবাহ উদ্দিন সুমনের রচনা এবং মিজানুর রহমান লাবুর পরিচালনায় নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শশী, গাজী রাকায়েত, আহসান কবীর, মালিহা রহমান প্রমুখ। এতে দেখা যাবে- হঠাৎ করে একটা বিজ্ঞাপনী সংস্থাতে কপিরাইটার এর চাকরিটা নিয়ে ফেললো নাট্যকার আহমেদ সুমন। অবশ্য চাকরি নেয়ার আরেকটা কারণ তার বান্ধবী লতার পিড়াপিড়ি। চাকুরি নিলে পরিবারের বিয়ের কথাটা তরান্বিত হবে। কাজ শুরু করতেই বিজ্ঞাপনের ভাষা নিয়ে হোচট খেলো সুমন। দেখলো সবাই বিজ্ঞাপনে বাংলাভাষাকে যা তা ভাবে ব্যবহার করছে। কোন নিয়মনীতি নেই। ভুল বাংলা, ইংরেজি মিশিয়ে বলা, এমনকি হিন্দি পর্যন্ত ব্যবহার করা হচ্ছে বিভিন্নক্ষেত্রে। তার উপরে নানা প্রকার বিকৃত উচ্চারণের বাংলাতো আছেই। মোটামুটি যেমন খুশি তেমন সাজো অবস্থা। এ বিষয় নিয়ে খটমট লাগতে থাকে তার ক্রিয়েটিভ ডিরেক্টর মুকুলের সাথে। মুকুল ভাইয়ের কথা, আমরা বিজ্ঞাপন করতে বসেছি ভাষা শিখাতে বসি নাই। সুমনের কথা হলো “আমাদের মিডিয়ার দায় দায়িত্বটাই সবচাইতে বেশি”। কারণ সমস্ত লোক বাংলা, ইংলিশ কখনো বা হিন্দি মিশিয়ে চটকদার কপি লিখতে বলে। মুকুল লিখে না, প্রতিবাদস্বরূপ সে অফিসের সামনে অবস্থান ধর্মঘট করে। ফলাফল চাকুরিচ্যুত। এগিয়ে যায় নাটকের কাহিনী।
ক্ষমা
মহান ভাষা দিবসে চ্যানেল আই প্রচার করবে বিশেষ নাটক ‘ক্ষমা’। ফেরদৌস হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সবুর খান। অভিনয়ে আবুল হায়াত, ডলি জহুর, অপূর্ব, মোনালিসা, রাজ্য ও সাবেরী আলম। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। এ নাটকে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস হাসান। নাটকটি কাহিনীতে দেখা যাবে, রাজ্যের গৃহশিক্ষক কাজল। তিনি আমেরিকা যাবার জন্য ব্যাকুল। একদিন জানতে পারে, রাজ্যের কানিজ নীরা এসেছে আমেরিকা থেকে। কাজল, রাজ্যেকে ম্যানেজ করে নীরার সাথে দেখা করে এবং তার আগ্রহ প্রকাশ করে। কিন্তু ফল হয় উল্টো। মাত্র কিছু দিনের মধ্যে দেশ ও দেশের মানুষের প্রতি তার হৃদয়ে ভালোবাসার জন্ম নেয়। তিনি সিন্ধান্ত নেন আর আমেরিকা ফিরে যাবেন না। খবরটা শোনে হতবাক হয় নীরার মা ও শ্বশুর। এর মধ্যে একদিন কাজল ও নীরাকে একই সাথে চলতে দেখা যায়। তাহলে নীরা কি সত্যিই আর আমেরিকায় ফিরে যাবে না ?
পাঠশালা : অমর একুশের বিশেষ নাটক
২১ শে ফেব্র“য়ারি উপলক্ষে দেশ টিভিতে প্রচারিত হবে বিশেষ নাটক ‘পাঠশালা’। সারওয়ার রেজা জিমির রচনা ও কৌশিক শংকর দাশের পরিচালনায় নাটকে অভিনয় করেছেনÑ জামাল উদ্দিন আহমেদ, অর্চিতা, সজল। ২১ শে ফেব্র“য়ারি রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত এই নাটকের কাহিনী এক পঞ্চাশোর্ধ ভদ্রলোককে নিয়ে। তাকে সবাই এড়িয়ে চলে কারণ তিনি সবার ভুল ধরে বেড়ান। কার কোথায় বাংলা বানানে ভুল উচ্চারনে ভুল সেটা খুঁজে বেড় করেন তিনি। তারই পাশের ফ্লাটে বেড়াতে আসেন আমেরিকায় বেড়ে ওঠা তরুণী লিসা। সে সবুর সাহেবের নিকট বাংলা শিখতে আগ্রহী হয়। সবুর সাহেব আর তরুণীর মধ্যে একটা চমৎকার সখ্য তৈরি হয়। হঠাৎ করেই সবুর সাহেবের উপর বিরক্ত আর ঈর্ষান্বিত হয়ে ওঠে ঐ ফ্ল্যাটের সব তরুণ। সবুর সাহেবের নাতি লিসাকে ঢাকা ঘুড়িয়ে দেখায়। বন্ধুত্ব করার চেষ্ঠা করে কিন্তু বুঝে উঠতে পারেনা। লিসা কেন সবুর সাহেবের মত একজন বৃদ্ধ লোককে এত কাছাকাছি নিয়েছেন তা চিন্তার বিষয় হয়ে যায়। শেষ পর্যন্ত লিসাকে বুঝে ওঠার জন্য সবুর সাহেবের নাতি নাতনিরা অন্য এক সবুর সাহেবকে আবিষ্কার করে যিনি চোস্ত ইংরেজী বলতে পারেন কিন্তু শুধু প্রয়োজনেই তা বলেন। সবুর সাহেব ভার্সিটি এলাকায় শিশুদের পড়ান, দেশকে ভালোবাসেন। একজন বিদেশীর কাছে নতুন করে দেশ আর ভাষাকে ভালবাসার পাঠ হিসেবে নিয়ে অনুতপ্ত হয় সবুর সাহেবের নাতি নাতনিরা। লিসা চলে যায়। এবার নাতি নাতনি আর বিল্ডিংয়ের অন্যান্যদের নিয়ে শুরু হয় সবুর সাহেবের নতুন স্কুল।
উত্তরীয় : একুশের বিশেষ নাটক
আর্ন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে একুশে টেলিভিশনে ২১ ফেব্র“য়ারি রাত ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক উত্তরীয়। নাটকটি রচনা করেছেন ফজলুল হক আঁকাশ ও পরিচালনা করেছেন দীপু হাজরা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, নওশীন নেহরীন, মাসুম আজিজ , অঞ্জলী সাথী , আমিন আজাদ, রুলিয়া আফরোজ রাখি, সংগীতা সিনহা স্নিগ্ধা সহ আরও অনেকে।
নাটকের কাহিনী গড়ে উঠেছে, আবির শহরের একজন ধনাঢ্য ব্যাবসায়ী। এলাকার নেতাদের অনুরোধে তারই এক স্কুল শিক্ষক নাসির স্যার যিনি ৫২র ভাষা সৈনিক, তাকে উত্তরীয় দ্বারা সর্ম্বধনা প্রদানের সিদ্বান্ত নেয়, সব কিছুর আয়োজন ও চলছে। অনুষ্ঠানের র্পুব মুর্হুতে অস্স্থু হয়ে পড়েন নাসির স্যার। তাড়াহুড়ো করে ঢাকায় নিয়ে আসা হয় তাকে, ভর্তি করা হয় হাসপাতালে। সুস্থ হন তিনি। স্যার কে বাসায় নিয়ে আসেন আবির। আবিরের বাসা থেকে সেই শিক্ষক একদিন বেড়িয়ে পড়েন একবারের জন্য শহীদ মিনার দেখার জন্য। সেখানে গিয়ে দেখতে পান পতিতাদের আনাগোনা। অন্যদিকে যুবক যুবতীরা জুতা স্যান্ডেল পায়ে দিয়ে মিনারের বেদীতে অনৈতিক কাজ করছে। প্রতিবাদ করায় নাসির স্যারকে ধাক্কা মেরে ফেলে দেন এক জুটি। মাটিতে লুটিয়ে পড়েন স্যার। ভাষার জন্য এক সময় সংগ্রাম করেছিলেন যে মানুষটি তারই নিজ চোখে দেখে ষেতে হল কিভাবে এই বাংলা ভাষার অবক্ষয় হচ্ছে। প্রতিবাদ করায় এই সময়ে এসে প্রান দিতে হল তাকেই।
অচিন পাখি
২১ ফেব্র“য়ারি মঙ্গলবার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে রাত নয়টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘অচিন পাখি’। হাসান আজিজুল হকের গল্প থেকে শিবু কুমার শীলের চিত্রনাট্য ও পারভেজ আমিনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, আশীষ খন্দকার, ঋদ্ধ প্রমুখ। কাহিনী সংক্ষেপ: ছোট্ট ঋদ্ধ’র আবদার মেটাতে বাবা তাকে পাখিওয়ালার কাছ থেকে পাখিটি কিনে দেয়। খাঁচায় পোষা পাখিটি ঋদ্ধ’র খুব প্রিয়। কিন্তু খাবার খাওয়াতে ভীষণ সমস্যা। পাখিটি ধান ছাড়া কিছূই খেতে চায় না। কিন্তু সময়টা ছিল প্রতিকুল। চারিদিকে বাংলা ভাষার অধিকার আন্দোলনের দাবিতে মিছিল, শ্লোগান। প্রতিকুল সময়ে ধান কোথায় পাওয়া যায়। মহাজনের দোকান থেকে ধান আনতে যায় ঋদ্ধ। রাজপথে ভাষার দাবিতে ঘন ঘন মিছিল। ঋদ্ধ ধান আনতে গিয়ে বাড়ি ফিরে না। বাবা মায়ের উৎকণ্ঠা ঋদ্ধকে নিয়ে। অস্থির দুুটি প্রাণ ঋদ্ধকে খুঁজে ফেরে বাংলা ভাষার দাবিতে উত্তাল সেই সময়ে। খাঁচায় পাখিটি ধান খাবার অপেক্ষায় থাকে।
অন্যান্য অনুষ্ঠান
সঙ্গীতানুষ্ঠান ‘একুশের গান’
২১ ফেব্র“য়ারি মঙ্গলবার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘একুশের গান’। ওয়াহিদুল ইসলাম শুভ্র’র প্রযোজনায় একুশের গান গাইবে ব্যান্ড দল পার্থিব, নেমেসিস, পাওয়ার সার্চ, নির্ঝর প্রমুখ।
বর্ণমালার ইতিকথা : তথ্যচিত্র
২১শে ফেব্র“য়ারি রাত ৮টায় প্রচার হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ তথ্যচিত্র ‘বর্ণমালার ইতিকথা’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমজাদ কবীর চৌধুরী। অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাইউম এর কথায় উঠে এসেছে বর্ণমালা বিবর্তনের ইতিহাস। দেড় হাজার বছরের পুরানো বাংলার ইতিকথা, প্রমিত বাংলা ব্যবহারের নানা দিক এবং মিশ্র ভাষা ব্যবহারের বিরূপ দিক নিয়ে কথা বলেছেন অধ্যাপক ড. বিশ্বজিৎ। মিশ্র ভাষা ব্যবহারে বিরূপ প্রিতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্ররা। ঢাকায় অধ্যায়নত বিদেশী ছাত্ররা বলেছেন শুনে শুনে বাংলা ভাষা শেখার কথা। এছাড়াও ভাষা সৈনিক কর্নেল (অঃ) শরফুদ্দিন আহমেদ এর স্মৃতিচারণে উঠে এসেছে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি’র উত্তাল দিনের কথা।
একুশের মিনার : প্রামাণ চিত্র
আর্ন্তজাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবস উপলক্ষ্যে বায়ান্নর ভাষা আন্দোলনের জীবন্ত কিংবদন্তী, ভাষাসংগ্রামী আহমদ রফিক-এর সঞ্চলনা ও বর্ণনায় বিশেষ প্রামান্যচিত্র ‘একুশের মিনার’। প্রমান্যচিত্রটিতে উঠে আসবে ১৪৪ ধারা ভঙ্গ, প্রথম মিছিল, শহীদদের গুলিবিদ্ধ হওয়ার স্থান, মেডিক্যাল কলেজে যে স্থানগুলোতে ভাষা সংগ্রামীরা চিকিৎসা নেন ও শহীদ হন, সে বিষয়গুলোর সুনিদ্দিষ্ট বর্ণনাসহ থাকবে প্রথম শহীদ মিনার, প্রথম প্রভাতফেরি ইত্যাদির ঐতিহাসিক তথ্য। মামুন খানের প্রযোজনায় ‘একুশের মিনার’ বাংলাভিশনে দেখনো হবে ২১ ফেব্র“য়ারি মঙ্গলবার সন্ধ্যা ০৬টা ৩০ মিনিটে।
অমরত্বের শিরোমনি : ভাষা শহীদদের আত্মকথন
আর্ন্তজাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের আত্মকথনমূলক বিশেষ অনুষ্ঠান ‘অমরত্বের শিরোমনি’। অনুষ্ঠানে শহীদ বরকতের কথা বলবেন অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন, শহীদ জব্বারের কথা বলবেন আরমান পারভেজ মুরাদ, শহীদ শফিউলের কথা বলবেন আহসান হাবীব নাসিম, শহীদ সালামের কথা বলবেন মাজনুন মিজান ও শহীদ রফিকের কথা বলবেন আরফান।
কাওনাইন সৌরভের প্রযোজনায় ‘অমরত্বের শিরোমনি’ বাংলাভিশনে দেখনো হবে ২১ ফেব্র“য়ারি মঙ্গলবার রাত ০৯টা ০৫ মিনিটে।
কৃষ্ণচূড়ার রঙে রঙে : ছোটদের একুশে
আর্ন্তজাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবস উপলক্ষ্যে শিশু-কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান ‘কৃষ্ণচূড়ার রঙে রঙে’। এই অনুষ্ঠানে শিশুরা একক ও দলীয় গান, দলীয় নৃত্য, আবৃত্তি পরিবেশন করবে। ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’ এবং ‘প্রতিটি বছর ফাগুন আসে মধুকার নাম নিয়ে পৃথিবীতে’ শিরোনামে দুটি দলীয় গান থাকছে। দলীয় দুটি নৃত্যের শিরোনাম ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি’ ও ‘একটি গল্প শোনাবো আজ বলবো এক দেশের কথা’। একটি একক গান থাকছে। সেটার শিরোনাম ‘সারা বিশ্বে কজন আছে এমন সোনার চান’। এছাড়া ‘সেই বিজয়ী গান’ ও ‘অ আ ক খ একুশ তুমি’ শিরোনামে দুটি দলীয় আবৃত্তি থাকছে এই অনুষ্ঠানে।তাসফিয়া রিফাহ্র উপস্থাপনা এবং রফিকুল ইসলাম ফারুকীর প্রযোজনায় ‘কৃষ্ণচূড়ার রঙে রঙে’ বাংলাভিশনে দেখনো হবে ২১ ফেব্র“য়ারি মঙ্গলবার বিকেল ০৫টা ২০ মিনিটে।
ভুলিনি আমরা : বিশেষ সংগীতানুষ্ঠান
ভাষা দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশন আয়োজন করছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘ভুলিনি আমরা’। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলনের পরবর্তী সময় পর্যন্ত এদেশে যে জনপ্রিয় গানগুলো গণজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেখান থেকে বাছাইকৃত ৭টি গান নিয়ে সাজানো হবে এই অনুষ্ঠান। গান পরিবেশন করবেন দিনাত জাহান মুন্নী, আতিক হাসান, মৌটুসি, অনুপমা মুক্তি ও তানভীর আলম সজীব। গান পরিবেশনের ফাঁকে ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা সৈনিকদের অবদান নিয়ে সমন্বিত মত বিনিময় হবে। এক ঘন্টা ব্যাপ্তির এ অনুষ্ঠান প্রচারিত হবে ২১ ফেব্র“য়ারি রাত ৯ টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।