রথমবারের মতো আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডায়মন্ড ওয়ার্ল্ড ও আরটিভি যৌথ ভাবে আয়োজন করতে যাচ্ছে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার নাইট’ অনুষ্ঠানের।
এ অনুষ্ঠানে আরটিভির শুরু থেকে ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত আরটিভিতে প্রচারিত মুক্তিযুদ্ধের নাটক, একক নাটক ও টেলিফিল্ম, ধারাবাহিক নাটক, মিউজিক্যাল অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, মডেল ও অন্যান্য বিষয়ের ওপর মোট ৩১টি পদক প্রদান করা হবে। এ উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারি আরটিভি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ভারপ্রাপ্ত অনুষ্ঠান প্রধান মিনহাজুর রহমান, উর্দ্ধতন নির্বাহী প্রযোজক সৈয়দ সাবাব আলী আরজু এবং কয়েকজন সম্মনীত বিচারকমন্ডলী ।
‘ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার নাইট’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় তথ্য মন্ত্রী, মিডিয়াব্যক্তিত্ব ও সূধীবৃন্দ। পদক প্রদানের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করবেন শাকিলা জাফর, সুবীর নন্দী, চন্দনা মজুমদার, নকুল কুমার বিশ্বাস, আরফিন রুমী, কনা, ভারতের মিতালী মুখার্জ্জী ও আরো অনেকে। নৃত্যে অংশগ্রহন করবেন চাঁদনী, আব্বাস উদ্দিন সংগীত একাডেমি,নিরব, সারিকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একজনকে আজীবন সম্মাননা, একটি পরম্পরা পরিবার (সংগীত)-কে সম্মাননা এবং দুজনকে বিশেষ সম্মাননা প্রদান হবে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস, নিপুন, মুনমুন, অন্তু করিম। ২৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি রাত ৭টা থেকে আরটিভি সরাসরি সম্প্রচার করবে।