অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৪ জন নেতাকর্মীসহ ১৫০ জনকে আটক করেছে।
এর মধ্যে বগুড়া সদর থানা ৩৭ জন, শিবগঞ্জ থানা ২৬ জন, সোনাতলা থানা চারজন, গাবতলী থানা ১৯ জন, সারিয়াকান্দি থানা চারজন, ধুনট থানা চারজন, শেরপুর থানা ১০ জন, নন্দীগ্রাম থানা তিনজন, আদমদিঘী থানা আটজন, দুপচাচিয়া থানা ১৪ জন, কাহালু থানা নয়জন, শাজাহানপুর থানা নয়জন, ডিবি পুলিশ তিনজনকে আটক করে।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের ১৪জন নেতাকর্মী ও সমর্থক রয়েছেন। তাদের মধ্যে বগুড়া সদর থানায় জামায়াতের দুইজন, শিবগঞ্জ থানায় একজন, শেরপুরে দুইজন, নন্দীগ্রাম থানায় একজন, দুপচাঁচিয়া থানায় একজন, কাহালু থানায় চারজন, শাজাহানপুর থানায় তিনজন।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৫ হাজার টাকা মূল্যের ২০ বোতল ফেনসিডিল, দুইকেজি ৪০০ গ্রাম গাঁজা, ৬০টি ইয়াবা ট্যাবলেট ও একহাজার কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এসব ঘটনায় বিভিন্ন থানায় মাদক সংক্রান্তে পাঁচটি ও চোরাচালান সংক্রান্ত দুটি মামলা দায়ের করা হয়।
এদিকে নেতাকর্মীদের গণগ্রেফতার ও হয়রানীর তীব্র নিন্দা জানিয়ে মুক্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল হক সরকার, শহর শিবিরের সভাপতি আলাউদ্দিন সোহেল।