মোহাম্মদপুরের নিজ বাসা থেকে চলচ্চিত্র পরিচালক শীষ মনোয়ারকে শনিবার ভোর ৬টায় গ্রেফতার করা হয়েছে। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক সবুজকে অপহরণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। শীষ মনোয়ার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও। জানা যায়, জাজ মাল্টিমিডিয়ার হিসাবরক্ষক সবুজ গত ২৬ এপ্রিল নিজ বাসা থেকে অফিসে আসার পথে অপহৃত হন।
মূলত তাকে অপহরণ করার অভিযোগে পুলিশ শীষ মনোয়ারকে গ্রেফতার করেছে। এ বিষয়ে মিরপুর থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সবুজ নিখোঁজ হওয়ার পর তার বাবা আবদুর রহিম প্রথমে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এরপর কোনো ফলাফল না পেয়ে সবুজের বাবা ও স্ত্রী সানজিদা শীষ মনোয়ার এবং ওই অফিসের আরও কয়েকজনের নামে মিরপুর থানায় মামলা করেন। এরপর শনিবার সকালে তাকে গ্রেফতার করা হয়।
অপহরণের অভিযোগ অস্বীকার করে শীষ মনোয়ারের মিডিয়া কো-অর্ডিনেটর জাহাঙ্গীর বিপ্লব বলেন, ‘শীষ মনোয়ার বলেছেন এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।