কঙ্গোতে আফ্রিকার বৃহত্তম স্বর্ণখনির উদ্বোধন

কঙ্গোতে আফ্রিকার বৃহত্তম স্বর্ণখনির উদ্বোধন

kongo_goldবিশ্বের বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ ডি আর কঙ্গোতে শুক্রবার আফ্রিকার অন্যতম বৃহত্তম স্বর্ণখনির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যদিও খনিতে উৎপাদন কাজ শুরু হয় ২০১৩ সালে। খনিমন্ত্রী মার্টিন কাবওয়েলুলু এই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

কিবালি স্বর্ণখনিতে দক্ষিণ আফ্রিকার রেন্ডগোল্ড রিসোর্সের ৪৫ শতাংশ, অ্যাংলোগোল্ড আশহান্তির ৪৫ শতাংশ এবং কঙ্গো সরকারের ১০ শতাংশ শেয়ার রয়েছে।

আড়াইশ কোটি ডলারের এই প্রকল্পে ৭ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। যার ৮০ শতাংশ কঙ্গোর নাগরিক।

খনি সূত্রে বলা হয়েছে, চলতি বছর সাড়ে ৫ লাখ আউন্স স্বর্ণ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক শীর্ষ খবর