সারাদেশে গুম ও অপহরণ ঠেকাতে প্রতিরোধে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মনিরুল ইসলাম এই কথা জানান।
মনিরুল ইসলাম জানান, এই স্কোয়াডে বিভিন্ন পর্যায়ের ৪০ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন।
তিনি বলেন, এই ইউনিটে ১ জন উপ-পুলিশ কমিশনার ও ২ জন এসির সমন্বয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডিবি) কাজ করবে।
মনিরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জে ৭ জন অপহরণসহ সারাদেশে ব্যাপকভাবে অপহরণ ও গুম বেড়ে যাওয়ায় ডিএমপির অপহরণ প্রতিরোধ স্কোয়াড নামের একটি নতুন ইউনিট তৈরি করা হয়েছে।
তিনি বলেন, এই ৪০ সদস্যের ইউনিটে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সানোয়ার হোসেনকে প্রধান করা হয়েছে। ওই স্কোয়াডে দুজন সহকারী কমিশনার (এসি) জাহাঙ্গীর হোসেন ও নাজমুলকে রাখা হয়েছে।