আমরা পরনির্ভরশীল হয়ে থাকতে চাই না : প্রধানমন্ত্রী

আমরা পরনির্ভরশীল হয়ে থাকতে চাই না : প্রধানমন্ত্রী

hasina52বিদেশ নির্ভরতা কাটিয়ে আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে প্রকৌশলীদের আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা পরনির্ভরশীল হয়ে থাকতে চাই না।

আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আইইবির ৫৫তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ ছিল রাজনৈতিক খেলা। নিজেদের অর্থেই পদ্মা সেতুর নির্মাণ শুরু হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমাদের বদলাতে হবে, কথায় কথায় অন্যের কাছে হাত পাততেই হবে এ নীতি থেকে বের হয়ে আসতে হবে।

শেখ হাসিনা বলেন, আমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। আমাদের নিজেদের অর্থদিয়ে করবো আমরা, সেখানে যতোটুকু সাশ্রয়ী হতে হয় আমরা তা হবো। যা কিছু প্রয়োজন আমাদের দেশের প্রকৌশলীরাই করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আইইবির সভাপতি শামীমুজ্জামান বসুনিয়া, সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইয়ুম, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মহসিন আলী প্রমুখ।

বাংলাদেশ শীর্ষ খবর