বাংলাদেশের মিডিয়া ‘আংশিক স্বাধীন’ বলে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক ‘ফ্রিডম হাউজ’। ১৯৭টি দেশের মধ্যে মিডিয়ার স্বাধীনতার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১১৫ নম্বরে।
‘ফ্রিডম অব প্রেস ২০১৪ : অ্য গ্লোবাল সার্ভে অব মিডিয়া ইন্ডিপেডেন্স’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার।
এতে বলা হয়, বিশ্বজুড়েই মিডিয়ার স্বাধীনতা বেশ নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে মিসর, তুরস্ক ও ইউক্রেনে এক দশকের মধ্যে মিডিয়ার স্বাধীনতা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ৪৪ শতাংশ মানুষ এখন এমন এলাকায় বাস করে যেখানে মিডিয়া ‘একেবারেই স্বাধীন’ নয়। আর ৪২ ভাগ মানুষ ‘আংশিক স্বাধীন’ এলাকায় বাস করে।
সবচেয়ে স্বাধীন মিডিয়ার দেশ হিসেবে তালিকার শীর্ষে থাকা পাঁচ দেশ হচ্ছে নেদারল্যান্ড, নরওয়ে, সুইডেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড।
আর সবচেয়ে খারাপ অবস্থায় থাকা আটটি দেশ হচ্ছে ইকুয়াটোরিয়াল গিনি, কিউবা, ইরান, বেলারাস, ইরিত্রিয়া, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৭৬, ভারত ৭৮, বাংলাদেশ ১১৫, নেপাল ১১৮, পাকিস্তান ১৪১তম স্থানে রয়েছে।