একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

একুশে পদক ২০১২ পুরুস্কার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করেন।

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ১৫ ব্যক্তিকে এবার একুশে পদক ২০১২ দেওয়া হয়।

নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ এক লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।

যারা মনোনীত
চলতি বছর চূড়ান্তভাবে মনোনীতরা হলেন- ভাষা আন্দোলনে মমতাজ বেগম (মরণোত্তর); শিল্পকলায় মোবিনুল আজিম (মরণোত্তর), তারেক মাসুদ (মরণোত্তর), ড. ইনামুল হক, মামুনুর রশীদ এবং অধ্যাপক ড. করুণাময় গোস্বামী; সাংবাদিকতায় এহতেশাম হায়দার চৌধুরী (মরণোত্তর), আশফাক মুনীর চৌধুরী (মিশুক মুনীর) (মরণোত্তর) ও হাবিবুর রহমান মিলন।

শিক্ষায় অধ্যাপক ড. অজয় কুমার রায়, ড. মনসুরুল আলম খান, ড. একে নাজমুল করিম (মরণোত্তর); বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক বরেণ চক্রবর্তী; সমাজসেবায় শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের এবং ভাষা ও সাহিত্যে ড. হুমায়ুন আজাদ (মরণোত্তর)।

একুশে পদক প্রদান জাতীয় কমিটির অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একুশে পদক প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, একুশে পদক বাংলাদেশের একটি জাতীয় পুরস্কার। প্রতিবছর সরকার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদক দিয়ে থাকে।

বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, ভাষাসৈনিক, ভাষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী, সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে একুশে পদক দেওয়া হচ্ছে। ভাষা আন্দোলন এর শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়। ২০১১ সাল পর্যন্ত ৩৪৬ জন গুণী ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়েছে।

বাংলাদেশ শীর্ষ খবর