রাজধানীর মিরপুরে শুক্রবার সকালে ‘গাছ নয়, আমাকে কাটুন’ শীর্ষক অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। শরীরে গাছের পাতা জড়িয়ে মানববন্ধন আর গাছ নিধনকারীদের বিরুদ্ধে রং বেরং এর মুখোশ পরে এ কর্মসূচি পালিত হয়।
পরিবেশবাদী সংগঠন ‘সবুজপাতা’ আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বাপা, তরুপ্লব, গ্রিনমাইন্ড সোসাইটি।
উদ্যোক্তারা জানান, মিরপুরে গত কয়েকমাস ধরেই নানা অজুহাতে প্রায় পাঁচ শতাধিক গাছ কেটে ফেলা হয়েছে। এখনো গাছ কাটা চলছে। বিশ্বকাপ ক্রিকেট খেলার আগে থেকে শুরু হয়েছে গাছকাটা, কিন্তু একটিও গাছ সেখানে নতুন করে রোপিত হয়নি।
‘গাছ নেই, বৃষ্টি নেই’, ‘গাছ কাটি বৃষ্টি তাড়াই’, ‘উন্নয়নে সবুজের অঙ্গীকার চাই- পরিকল্পনায় চাই প্রকৃতির দায়’, ‘আমরা গাছের জন্য, গাছ আমাদের জন্য’ প্রভৃতি লেখা ফেস্টুন বুকে লাগিয়ে এই প্রতিবাদে স্থানীয়রাসহ অংশ নেন শতাধিক তরুণ।
‘সবুজ পাতার’ উদ্যোক্তা সাহেদ আলম জানান, আমাদের সবুজ ভূমি বিনষ্টের কারণে দেশে প্রতিবছর রেকর্ড পরিমাণ তাপমাত্রা বাড়ছে। সবুজ বাঁচাতে গণআন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান তিনি।