ফেসবুকের পরিচয় গোপন রেখে এবং কোনো তথ্য না দিয়েও থার্ড পার্টির অ্যাপ্লিকেশনে লগ করার সুবিধা আনছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম।
৩০ এপ্রিল ফেসবুক কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক বিশেষ একটি ফিচার আনবে যার মাধ্যমে ফেসবুকের তথ্য সংগ্রহকারী অ্যাপ্লিকেশনগুলোতে লগইন করার সময় ব্যবহারকারী পরিচয় ও তথ্য গোপন রাখতে পারবেন।
ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সানফ্রান্সিসকোতে বার্ষিক এফ৮ ডেভেলপার সম্মেলনে বলেছেন, ‘ফেসবুক ব্যবহারকারীদের হাতে বেশি শক্তি ও নিয়ন্ত্রণ যুক্ত করতেই ফেসবুক এই ব্যবস্থা নিয়েছে।’
শুধু লগইন ফিচারটিই নয়, অন্যান্য অ্যাপসে যে ধরনের তথ্য শেয়ার করতে চাইবেন তার নিয়ন্ত্রণও ব্যবহারকারীর হাতে থাকবে। এজন্য ‘লাইন-বাই-লাই প্রাইভেসি কন্ট্রোল’ সুবিধা আনবে ফেসবুক। যেমন কেউ জন্মদিনের তথ্য শেয়ার করতে চাইছেন কিন্তু বন্ধু তালিকা শেয়ার করতে চাইছেন না, এক্ষেত্রে তিনি তার সুবিধামতো তথ্য শেয়ার করতে পারবেন।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে শিগগিরই ফেসবুক ব্যবহারকারীদের কাছে এই ফিচার পৌঁছে যাবে।
পরিচয় গোপন করার ফিচারটি ছাড়াও এফ৮ সম্মেলনে নতুন ধরনের মোবাইল বিজ্ঞাপন নেটওয়ার্ক তৈরির ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ।
জাকারবার্গ তার লক্ষ্য সম্পর্কে জানিয়েছেন, ‘মানুষের প্রয়োজনীয়তার বিষয়গুলো আমরা সবার আগে নিশ্চিত করতে চাই।’
নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ নির্মাতাদের নির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছানো সহজ হবে বলেও মনে করছেন তিনি।