নারায়ণগঞ্জে আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যা এবং সামপ্রতিক সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে নারায়ণগঞ্জে আগামী রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা আইনজীবী সমিতি।
আজ বৃহস্পদিবার দুপুরে জেলার পুরোনো বার লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত এক সমাবেশ থেকে এই হরতালের ডাক দেয়া হয়।
এদিকে সমাবেশে যোগ দেন বার কাউন্সিলের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, এ সরকার খুন ও গুম বন্ধ করতে ব্যর্থ। অপহরণের পর তাদের উদ্ধার করতে পারছে না।
তিনি এসব অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।
সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, হরতাল চলাকালে সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে আইনজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে।
সভা শেষে খন্দকার মাহবুবসহ আইনজীবীরা জালকুড়িতে আইনজীবী চন্দন সরকারের বাসায় যান। সেখানে তারা নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
প্রসঙ্গত, রবিবার নারায়ণগঞ্জ থেকে একসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন।
বুধবার বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ৬ জনের এবং বৃহস্পতিবার সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। নিহত সবারই হাত-পা বাঁধা ছিল। পেটে ছিল আঘাতের চিহ্ন। প্রতিটি লাশ ইটভর্তি দুটি করে বস্তা বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল।