ব্যথা কমাতে ৮ খাবার

ব্যথা কমাতে ৮ খাবার

pain_food8ব্যথা এমন এক অনুভূতি যার ফলে আমারা কোনো কাজ সহজে করতে পারি না। কারণ, সেই সময়ে আমাদের মন থাকে ব্যথার দিকে। ব্যথা অনেক রকমের হতে পারে যেমন- দাঁতে ব্যথা, মাথা ব্যথা, পেশিতে ব্যথা ইত্যাদি।

এসব ব্যথা অনেক ক্ষেত্রে দীর্ঘস্থায়ী হয়। সেই কারণেই আমরা ব্যথা কমানোর জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকি। অনেক মানুষই মনে করে ড্রাগ নিলে ব্যথা কমে যায়। এই সূত্র আসলে সব সময় ঘটে না। কারণ, ড্রাগের মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যা শরীরের জন্য ক্ষতিকর। তাই সবচেয়ে ভালো হয় আপনি যদি স্বাস্থ্যকর খাবার খান।

নিচে কিছু স্বাস্থ্যকর খাবারের নাম দেয়া হলো যা শরীরের ব্যথা কমানোর জন্য কার্যকরী।

১. চেরি: অ্যাসপিরিন শরীরের ব্যথা কমানোর জন্য একটি জনপ্রিয় ওষুধ। কিন্তু নতুন গবেষণার মতে, চেরি এসপিরিনের চেয়েও আরো বেশী কার্যকরী ওষুধ। এই ফলের মধ্যে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা কিনা শরীরের ব্যথা কমাতে সাহায্য করে। তাই এই সুযোগটি হাতছাড়া করবেন না।

২. আদা: আদা আমাদের পাকস্থলীর জন্য ভালো। এটি হজমেও সহযোগিতা করে। এছাড়া আপনি জানলে অবাক হবেন, আদা আমাদের  শরীরের ব্যথা কমানোর জন্যও উপকারী ওষুধ। স্পোর্টস্ম্যানদের জন্যও আদা অনেক উপকারী। তাই প্রত্যেকটি মানুষেরই দৈনিক ৫০০ মিলিগ্রাম আদা খাওয়া উচিত।

৩. হলুদ: হলুদ ব্যবহার করা হয় খাবারের স্বাদের জন্য। আমরা অনেকেই হয়ত জানি না হলুদ স্বাস্থ্যের জন্য কতখানি উপকারী। কিন্তু বিজ্ঞানীরা বলেছেন এর উপকারিতা সত্যিই আশ্চর্যজনক। প্রতিদিন যদি খাবারের সঙ্গে হলুদ যোগ করা হয় তবে তা আমাদের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করবে। এছাড়া শরীরের ব্যথা কমাতেও তা সাহায্য করে।

৪. স্যালমন: এই মাছটি হয়ত অনেকেরই প্রিয়। স্যালমন মাছের মধ্যে ওমেগা-৩ রয়েছে যা আমাদের স্বাস্থ্য ও মস্তিস্কের জন্য অনেক উপকারী। এছাড়া ওমেগা-৩ আমাদের শরীরের ব্যথা কমায়। এছাড়া বেশি করে স্যালমন মাছ খেলে আমাদের শরীরের ফোলা অংশগুলোও কমে যাবে।

৫. সেলারি: এটি একটি শাকবিশেষ যা স্বাস্থ্যের জন্য উপকারী। তাই প্রতিদিন কোনো কিছুর খাওয়ার সময় এই শাকটি যোগ করুন। কারণ, আপনার শরীরের কোনো অংশে ব্যথা থাকলে তা কমে যাবে। এছাড়া আপনি কোনো প্রকার জুস বানালে এই শাকটিও যোগ করতে পারেন। এই শাকটির একটি সুন্দর গন্ধও আছে।

৬. অলিভ ওয়েল: আমারা কোনো কিছু রান্নার সময় তেল ব্যবহার করি। কিন্তু বাজারে যেসব তেল কিনতে পাওয়া যায় তার মধ্যে অলিভ ওয়েলই সবচেয়ে ভালো। এটি আমদের শরীরের ব্যথা কমাতে সাহায্য করে। অলিভ ওয়েল আমারা শুধু খাওয়ার কাজেই ব্যবহার করি না, আমরা তা গায়েও দেই।

৭. গোলমরিচ: গোলমরিচ এক ধরনের গরম মরিচ। এটি অন্য মরিচের চেয়ে কিছুটা ঝাল। এর মধ্যে সাধারণত উচ্চ মাত্রায় ক্যাপ্‌সাসিন থাকে  যা সাধারণত পেইন কিলার তৈরিতে ব্যবহৃত হয়। আপনার যদি পেশিতে ব্যথা করে তাহলে কোনো একটি ক্রিমের সঙ্গে গোলমরিচের গুড়া ব্যবহার করুন। দেখবেন ব্যথা কমে যাবে।

৮. ওয়ালনাট: এই বাদামের ভেতরে অনেক প্রাকৃতিক গুণাগুণ রয়েছে। প্রথমত, এর ভিতরে ওমেগা-৩ আছে যা কিনা আমাদের শরীরের জন্য উপকারী। তাছাড়া, এটি খেতেও মজা ও স্বাস্থ্যকর। আমরা ওয়ালনাট বাদাম যেকোনো জায়গায় খেতে পারি। এছাড়াও, এই বাদাম আমাদের ব্যথা কমাতে অনেক সাহায্য করে।

আপনার শরীর যদি কখনো ব্যথা করে তবে আপনি উপরে যেসব খাবারের কথা বলা হয়েছে তা খেয়ে দেখেন। দেখবেন শরীরের ব্যাথা চলে গিয়েছে।

অন্যান্য শীর্ষ খবর