যুদ্ধাপরাধীদের বিচার নস্যাতের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ১৪ দল।
এর মধ্যে আগামী ৯ মার্চ সারা দেশের জেলা সদরগুলোতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এছাড়া ১১ মার্চ ঢাকা মহানগরে মানববন্ধন ও ২৩ মার্চ খুলনায় ১৪ দলের বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
পূর্ব ঘোষিত প্রতিটি বিভাগের মহাসমাবেশের অংশ হিসেবে ২৩ মার্চ খুলনায় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এরপর এপ্রিল মাসের মধ্যে অন্যান্য বিভাগগুলোতে মহাসমাবেশ হবে।
সোমবার ১৪ দলের বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কর্মসূচি ঘোষণা করেন।
আওয়ামী লীগ সভাপতির ধাণমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সাংবাদিক ও লেখক ফয়েজ আহমদের মৃত্যুতে শোক প্রকাশ এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে ১৪ দলের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও আব্দুল লতিফ সিদ্দিকী, ন্যাপের সহ-সভাপতি আমিন আহমেদ, গণআজাদী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পvদক নুরুর রহমান সেলিস, কমিউনিস্ট কেন্দ্রের অসিত বরণ রায় প্রমুখ।