গডফাদারের বিরুদ্ধে দাঁড়ালেই কি লাশ হতে হবে? প্রশ্ন আইভির

গডফাদারের বিরুদ্ধে দাঁড়ালেই কি লাশ হতে হবে? প্রশ্ন আইভির

i-vনারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি প্রশাসনের কাছে প্রশ্ন রেখেছেন, ‘গডফাদারের বিরুদ্ধে আন্দোলনে দাঁড়ালেই কি লাশ হতে হবে?’

মঙ্গলবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগছিয়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হওয়া প্যানেল মেয়র নজরুল ইসলামের মরদেহ দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

আইভি বলেন, ওই সব গডফাদাররা আর কত লাশ নিলে শান্ত হবে। আর কত লাশ নিলে তাদের মন ভরবে তা আমরা জানতে চাই। তারা কি নারায়ণগঞ্জের সব মানুষের লাশ চায়। কয়েকদিন পরপর শীতলক্ষ্যায় লাশ পাওয়া যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে। প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জন অপহৃত হন। ওইদিনই বিকেলে গাজীপুর থেকে নজরুল ইসলামের গাড়ি উদ্ধার করে পুলিশ।

বুধবার বিকেলে বন্দর উপজেলার মদনগঞ্জের শান্তিনগর ও চর ধলেশ্বরী এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে বুধবার বিকেলে প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, স্বপন, অ্যাডভোকেট চন্দন সরকারের গাড়িচালক ইব্রাহিমেরসহ ৬টি লাশ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ শীর্ষ খবর