‘আমি সব মন্ত্রণালয়ে যাব, প্রধানমন্ত্রী হিসেবে সব দায়িত্ব আমার। জবাবদিহি তো আমাকেই করতে হয়।’
বুধবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত সরকারের সময়ে সকল মন্ত্রণালয় পরিদর্শন করতে না পারার কথাটি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “গতবার আসবো আসবো করে আসতে পারিনি। তাই এবার শুরুতেই আসলাম।”
তিনি বলেন, “মতবিনিময়ের মধ্য দিয়েই সকল সমস্যার সমাধান সম্ভব।”
এ সময়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এং সচিব খন্দকার আসাদাজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর ইতোমধ্যে প্রধানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রনালয় পরিদর্শন করেছেন।