এ বছর হজ ফ্লাইট শুরু হবে আগামী ২৭ আগস্ট। চলবে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৮ অক্টোবর এবং চলবে ৮ নভেম্বর পর্যন্ত। বুধবার হজ যাত্রী পরিবহন নিয়ে এক সভা শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এসব তথ্য জানিয়েছেন। এর আগে মন্ত্রণালয়ে তার সভপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
রাশেদ খান মেনন বলেন, এ বছর ১ লাখ ১ হাজার ৭১৮ জন হজে যেতে পারবেন। সৌদি আরব ও বাংলাদেশ অর্ধেক-অর্ধেক যাত্রী বহন করবে।
তিনি বলেন, এ বছর হজ ফ্লাইটের বহরে ৪টি সর্বাধুনিক বিমান ভাড়া করা হবে। হজ যাত্রীদের টিকেট নিয়ে যাতে কোনো হয়রানি না হয় সেজন্য কমিটি গঠন করা হয়েছে।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি বি এইচ হারুন, ধর্ম সচিব চৌধুরী মোঃ বাবুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব খুরশিদ আলদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।