ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যান থেকে নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন (জেএমবি)’র দণ্ডপ্রাপ্ত তিন সদস্য ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটজনকে আটক করেছে র্যাব।
বুধবার ভোর পর্যন্ত রাজধানী ঢাকা, ভালুকা ও ময়মনসিংহে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব সদর দফতরের উপ পরিচালক (মিডিয়া) মেজর রুম্মন।
আটককৃতরা হলেন- কামাল হোসেন সুবজ, ইউসুফ আলী সোহাগ, ইলিয়াস আহমেদ, আবু বক্কর সিদ্দিক, সোহেল রানা, মোর্শেদ আলী, আনোয়ার হোসেন ও নাসির উদ্দিন।
মেজর রুম্মন জানান, ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজনভ্যান থেকে জেএমবি’র দণ্ডপ্রাপ্ত তিন সদস্যকে ছিনতাইয়ের ঘটনায় এরা জড়িত।
প্রসঙ্গত, ২৩ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে হামলা চালিয়ে জেএমবি’র দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনতাই দুর্বৃত্তরা।
ছিনতাই হওয়া আসামিরা হলেন- সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮), মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫) ও রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ (৩৫)। এদের মধ্য রাকিবুল মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি; অন্য দুজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত।
এ সময় হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হন। পেটে গুলিবিদ্ধ হন এক এসআই।