ঢাকা: বাংলাদেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা জিএমজি এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে শিশুরা বিনা ভাড়ায় ভ্রমণের সুবিধা পাবে।
চলতি বছরের ১ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ এ সুবিধা জিএমজি’র বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটে পাওয়া যাবে।
‘কিডস ফ্লাই ফ্রি’ শিরোনামের এ বিশেষ সুবিধাটি বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন জগতে প্রথম ঘটনা।
এ সুবিধার আওতায় প্রতিটি প্রাপ্তবয়স্ক টিকেটের সঙ্গে ১২ বছরের কম বয়সী শিশু বিনা ভাড়ায় ভ্রমণ করতে পারবে।
জিএমজি এয়ারলাইন্সের প্রধান নির্বাহী সঞ্জীব কাপুর বলেন, ”জিএমজি পরিবার বিশ্বাস করে পারিবারিক বন্ধনে এবং আমাদের কিডস ফ্লাই ফ্রি অফারটি আমাদের সংস্কৃতিরই বহিঃপ্রকাশ।”
জিএমজি এয়ারলাইন্সের ডিরেক্টর, মার্কেটিং অ্যান্ড কাস্টমার এক্সপেরিয়েন্স আসিফ আহমেদ বলেন, নতুন এ সুবিধা দেওয়ার মাধ্যমে জিএমজি যাত্রী সেবার প্রতি তাদের দায়বদ্ধতা এবং সহযোগিতার একটা উদাহরণ সৃষ্টি করলো। বাচ্চাদের জন্য বিশেষ এ সুবিধা যাত্রীদের ভ্রমণকে সাশ্রয়ী ও আনন্দময় করে তুলবে।
‘কিডস ফ্লাই ফ্রি’ শিরোনামের এ সুবিধাটি যাত্রীরা ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কলকাতা, চট্টগ্রাম- কলকাতা এবং ঢাকা-দুবাই রুটে চলাচলের ক্ষেত্রে উপভোগ করতে পারবেন।
সুবিধাটি নেওয়ার জন্য বাচ্চা এবং পূর্ণবয়স্ক দুজনকেই একই রুটে যাতায়াত করতে হবে। তবে ফ্রি টিকেটটির জন্য সব ধরনের কর প্রযোজ্য হবে।
বাংলাদেশের বৃহত্তম ব্যবসায়িক গোষ্ঠী বেক্সিমকোর মালিকানাধীন জিএমজি এয়ারলাইন্স ১৯৯৮ সালের ৬ এপ্রিল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে।
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করলেও ২০০৪ এর ৬ এপ্রিল চট্টগ্রাম-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক বিমান আকাশে পদচারণা শুরু হয় জিএমজি’র।