রাজধানীতে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১২, মৃতের সংখ্যা বাড়ার আশংকা

রাজধানীতে বাস-ট্রেনের সংঘর্ষে নিহত ১২, মৃতের সংখ্যা বাড়ার আশংকা

train_kরাজধানীর গোপীবাগে টিটিপাড়া বস্তির কাছে বাস-ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

মঙ্গলবার রাত সোয়া দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ থেকে কমলাপুর আসা একটি ট্রেনের সঙ্গে সায়েদাবাদ-গাজীপুর রুটের বলাকা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

নিহতদের মধ্যে নাজমুস সাবা নাজুর (২২) লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তিনি দিনাজপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার স্বামী জনকণ্ঠের সাব-এডিটর একে এম ওবায়দুর রহমানকে ডিএমসিতে ভর্তি করা হয়েছে।

আহত অন্যান্যরা হলের আল আমিন হোসেন (১৮), ডলি আক্তার (৩৫) ও শাহনুর বেগম (৫০)।

মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার আশরাফুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ শীর্ষ খবর