‘গুম, হত্যা বন্ধে আন্দোলনের বিকল্প নেই’

‘গুম, হত্যা বন্ধে আন্দোলনের বিকল্প নেই’

Mahbub_10আদালতে যাওয়ার পরিবর্তে গুম, হত্যা বন্ধের ব্যাপারে আন্দোলনের বিকল্প কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, ‘দেশজুড়ে আজ গুম, অপহরণের আতঙ্ক চলছে। হত্যা, গুম ও অপহরণের অবস্থা দেখে হয় দেশ জুড়ে ফ্যাসিবাদী সরকারের শাসন কায়েম হয়েছে।’

বাংলাদেশ বার কাউন্সিল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার দুপুরে তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সারা দেশে ঘটতে থাকা গুমের ঘটনা উদঘাটনে সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকার তার দায়িত্ব পালনে ব্যর্থ হলে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।’

তিনি বলেন, ‘গুমের দায় এড়িয়ে ‘জানি না’ বললে চলবে না। জানি না বলে দায় এড়ানো যায় না। দায় এড়ানোর চেষ্টা করলে দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে। হত্যা, গুম ও অপহরণের আতঙ্ক দেশে মনে হয় ফ্যাসিবাদ সরকার কায়েম হয়েছে।’

খন্দকার মাহবুব বলেন, ‘দেশে আজ বিরোধীদলসহ কোনো নাগরিকেরই জানমালের নিরাপত্তা নেই, তাই অবিলম্বে সরকারকে এই দ্বায়িত্ব গ্রহণ করে দেশবাসীকে এই অবস্থা থেকে রক্ষা করার পদক্ষেপ নিতে হবে।’

এ বিষয়ে আদালতে যাবেন কিনা জানতে চাইলে খন্দকার মাহবুব বলেন, ‘আদালত গিয়ে কাজ হয় না। আদালতের আদেশের বিষয়ে সরকার কোনো জবাব দেয় না। রুল জারি করলেও রুলের কোনো সাড়া পাওয়া যায় না।’

গুম, হত্যা বন্ধ না হলে আন্দোলনের বিকল্প কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

মাহবুব হোসেন বলেন, ‘জাতীয় পত্রিকার প্রকাশিত সংবাদে জানা যায়, ২০১০ সাল থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় ৩০০ ব্যক্তিকে হত্যা, গুম ও অপহরণ করা হয়েছে। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দলীয় তথ্য অনুযায়ী, ২০১৩ সালের জানুয়ারি মাস থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত র‌্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় ২৭২ জন বিরোধী দলের নেতাকর্মী খুন, ২৫ জন গুম ও ২৫ জন নিখোঁজ রয়েছে।’

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার সরকার গত রোববার আদালত থেকে বের হওয়ার পর সাদা পোশাকধারী কতিপয় ব্যক্তি তাকে এবং তার গাড়ির চালককে অপহরণ করে নিয়ে যায়। অথচ এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীও এ বিষয় স্বীকার করেনি, যা জাতির জন্য খুবই হতাশাজনক।’

অবিলম্বে দায়িত্ব গ্রহণ করে এসব বিষয় থেকে পরিত্রাণের জন্য সরকারের পক্ষ থেকে দেশবাসীকে রক্ষার পদক্ষেপ নেওয়ার দাবি জানান খন্দকার মাহবুব

এ সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ বারের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজনীতি শীর্ষ খবর