সিডনি ছাড়ছেন দেল পিয়েরো

সিডনি ছাড়ছেন দেল পিয়েরো

image_79289_0অস্ট্রেলিয়ান পেশাদার লিগ ‘এ’-লিগের ক্লাব সিডনি এফসি’র হয়ে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন ইতালিয়ান জাতীয় ফুটবল দল ও জুভেন্টাসের সাবেক তারকা আলেসান্দ্রো ডেল পিয়েরো। ক্লাব সূত্রে জানা গেছে সিডনির সঙ্গে তিনি আর চুক্তি বৃদ্ধি করছেন না।

চলতি মাসে মেলবোর্ন ভিক্টরির হয়ে প্লে-অফ ম্যাচে সিডনির ২-১ গোলে পরাজিত হওয়া ম্যাচটির পরেই ক্লাবের সাথে দুই বছরের চুক্তি শেষ হয়ে গেছে ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ স্ট্রাইকারের।

এক বিবৃতিতে সিডনি এফসির চেয়ারম্যান স্কট বারলো বলেছেন, ‘দুই বছর আগে সিডনি এমন একজন অসাধারাণ খেলোয়াড়ের সাথে চুক্তি করেছিল যা আগে কখনই হয়নি। তিনি হলেন আলেসান্দ্রো দেল পিয়েরো। ওই সময় কেউ যদি বলতো দেল পিয়েরো অস্ট্রেলিয়ায় খেলতে আসছে তবে খুব কমসংখ্যক মানুষই সেটা বিশ্বাস করতো। কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি এলেন সেটা অস্ট্রেলিয়ার ফুটবল ইতিহাসের জন্য বিশাল এক পাওয়া। তার আগমনেই সিডনি এফসি এবং ‘এ’-লিগ বিশ্ব দরবারে পরিচিত হয়েছে। তাকে পেয়ে আমরা অনেক কিছুই অর্জন করেছি। বিশেষ করে সিডনির খেলা দেখতে দর্শকসংখ্যা কয়েকগুন বেড়েছে। এছাড়া আমাদের ক্লাবকে ঘিরে দেশের মাটিতে এবং বিদেশেও ব্যপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সিডনির প্রতি তার অবদানের কথা স্বীকার করে আমি সকলের পক্ষ থেকে আলেসান্দ্রোকে ধন্যবাদ জানাতে চাই। তাকে পাওয়া সত্যিই আমাদের জন্য সৌভাগ্যের বিষয় ছিল। আশা করছি অদূর ভবিষ্যতে তিনি আবারো সিডনিতে ফিরে আসবেন।’

২০১২ সালে ৪ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (৩.৭৮ মিলিয়ন মার্কিন ডলার) এর বিনিময়ে দেল পিয়েরো অস্ট্রেলিয়ায় যান। দুই মৌসুম মিলিয়ে তার কাছ থেকে এসেছে ২৪টি গোল। তারকা এই স্ট্রাইকারকে ছাড়তে কোনমতেই রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ। তাই তার সাথে চুক্তি আরো বৃদ্ধির জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে অস্ট্রেলিয়ান গণমাধ্যমে খরবর বেরিয়েছে।

খেলাধূলা শীর্ষ খবর