আতঙ্কের জনপদ নারায়ণগঞ্জে এখন প্রতিদিনই শুধু গুম আর লাশের খবর। নদী-নালা, খাল-বিল, ডোবা-নালায়, হাটে-বাজারে শুধু লাশ আর লাশ। নারায়ণগঞ্জ যেন আজ এক বধ্যভূমি। গুম-খুন আর অপহরণ এ জেলায় এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। এই আইন-শৃংঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দায়ভার প্রশাসনকেই নিতে হবে। ছাত্র-ছাত্রী, শিশু, বৃদ্ধ-বৃদ্ধা, ব্যবসায়ী কিংবা সাংবাদিক, গৃহবধূ বা কলেজ পড়ুয়া মেয়ে এমনকি আইনজীবীরাও আজ এ জেলায় নিরাপদ নয়। বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হচ্ছে যুবকদের।
মঙ্গলবার দুপুরে গুম-খুন ও অপহরনের প্রতিবাদে ও শিশু-মেধাবী ছাত্রসহ সব হত্যাকাণ্ডের বিচার এবং স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টির দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পরিবেশবাদী-মানবাধিকার সংগঠন ‘নির্ভীক’ এক নাগরিক সমাবেশ-মানববন্ধন কর্মসূচি পালন করে।
নাগরিক সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক এটিএম কামাল।এতে বক্তব্য দেন, সমাজ সেবক ও রাজনীতিবিদ নজরুল ইসলাম পান্না মোল্লা, আবু তাহের মোল্লা, একরামুল কবির মামুন, রানা মুজিব, আনোয়ার মাহমুদ বকুল, মন্টু মেম্বার, এনামুল হক মামুন, রাসেদ মিল্কি, নির্ভীকের ডা. মঞ্জুরুল আলম মুসা, ইব্রাহিম সরদার, মো. জসীম উদ্দিন, রিপন আহম্মেদ, কাজী আব্দুল আউয়াল, জীবন আহম্মেদ, শওকত উল্লাহ, নজরুল ইসলাম ভূইয়া, মো. সুজন, দেলু মিয়া, মোঃ শহীদ, ওসমান গনি, মো. শাহীন, সাঈদ মুনসী, মোক্তার হোসেন প্রমুখ।
নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থির চরম অবনতির জন্য প্রশাসনের এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ী করে অ্যাডভোকেট চন্দন সরকার ও প্যানেল মেয়র নজরুল ইসলামসহ অপহৃতদের দ্রুত উদ্ধার এবং সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন বক্তারা।