সারাদেশে কালবৈশাখী তান্ডবে নিহত ২০

সারাদেশে কালবৈশাখী তান্ডবে নিহত ২০

kalboyshakকালবৈশাখী ও টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট এবং নীলফামারীর বিসত্মীর্ণ এলাকা। এর মধ্যে নেত্রকোণাতেই মারা গেছে ১০ জন। সুনামগঞ্জে ৪ জন, নওগাঁয় ৪ এবং সিলেটে মৃত্যু হয়েছে ২ জনের।

প্রাকৃতিক দুর্যোগে বেঁচে থাকাটাও কখনও কখনও হয়ে উঠে বেদনাময়। রাতে ঝড়ে গাছ হেলে পড়েছে ঘরে। আর এতে মৃত্যু হয়েছে এক নারীর মেয়ে ও তার তিন নাতনির।

এ রকম আহাজারি এখন নেত্রকোণা সদর, কলমাকান্দা, বারহাট্টা ও মোহনগঞ্জের বিভিন্ন বাড়িতে। সব মিলিয়ে এই জেলায় মারা যায় ১০জন।

ঝড়ে ভেঙেছে মানুষের শত শত বাড়িঘর, সড়কে গাছ পড়ে যাতায়াত ও হয়ে গেছে কঠিন।

দুর্গতদের তাৎক্ষণিকভাবে কিছু সহায়তা দিয়েছে প্রশাসন। তালিকা শেষে আরও সহায়তার আশ্বাসও দিয়েছে নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশতারি কাদেরী।

পাশের জেলা সুনামগঞ্জের ধর্মপাশায়ও তান্ডব চালায় ঝড়। নয়াহাটি, বরকান্দা, মধুপুর আর ডাকিয়াপাড়া গ্রামে কাঁচা ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে ঝড়। বাড়িতে গাছ পড়ে মৃত্যু হয়েছে চারজনের। ক্ষতিগ্রসত্মদের তাৎক্ষণিক কিছু সহায়তা দিয়েছে প্রশাসন।

ঝড়ের তান্ডব দেখেছে সিলেটের কানাইঘাটবাসীও। গাছপালার, ঘরবাড়ি ভেঙেছে শত শত, বিদ্যুতের লাইন উপড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাড়ি ধসে মারা গেছে এক বৃদ্ধ।

উত্তরের জেলা নীলফামারীতেও ব্যাপক ক্ষয় ক্ষতি করেছে ঝড়। সদর, ডোমার ও ডিমলা উপজেলায় বাড়িঘর, ফসলের মাঠ, আর গাছ ভেঙেছে ব্যাপক হারে।

ঝড় আঘাত হানে নওগাঁ সদর ও পত্নীতলা উপজেলায়ও। সেখানেও হয় ব্যাপক ক্ষয়ক্ষতি। এই এলাকায় ঘরচাঁপা এবং বজ্রপাতে প্রাণ হারায় মোট ৪ জন।

জেলা সংবাদ শীর্ষ খবর