স্টার সিনেপ্লেক্সেও ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’

স্টার সিনেপ্লেক্সেও ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’

image_79103_0আমেরিকায় আর মাত্র চারদিন পরেই মুক্তি পাচ্ছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন সিনেমা ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’। তবে শুধু আমেরিকাতেই নয়, সারা বিশ্বের অনেকগুলো দেশে একসঙ্গে আন্তর্জাতিকভাবে ওই একই দিন মুক্তি পাচ্ছে ‘দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান টু’। তবে সবচাইতে চমকপ্রদ খবর হলো আন্তর্জাতিক মুক্তি হিসেবে ওই একই দিনই অর্থাৎ ২ মে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি!

বাংলাদেশের দর্শকদের জন্য চমকপ্রদ সংবাদটি জানিয়েছে রাজধানীর প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। ২ মে বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

এর মধ্য দিয়ে একটি বিশেষ মাইলফলক স্পর্শ করছে বাংলাদেশ। কারণ এতদিন সাধারণত আমেরিকা ও বিশ্বের অন্যান্য দেশে মুক্তি পাওয়ার পরে বাংলাদেশে আসতো হলিউডের সিনেমাগুলো আর সেজন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো বাংলাদেশের দর্শকদের, কিন্তু এবারই প্রথম হলিউডের কোনো ছবি যেদিন মুক্তি পাচ্ছে সেদিনই তা দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দর্শকরাও।

এই ছবির টাইটেল স্পনসরশিপ ও সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলালিংকের ‘প্রিয়জন’ প্যাকেজ। সীমিত সংখ্যক শো’র জন্য প্রিয়জন প্যাকেজের গ্রাহকরা একটি টিকেট কিনলে সঙ্গে আরো টিকেট পাবেন বিনামূল্যে।

বিনোদন