ব্যর্থতার দায় নিয়ে জাতীয় দলের কোচের পদত্যাগ

ব্যর্থতার দায় নিয়ে জাতীয় দলের কোচের পদত্যাগ

image_79100_0অবশেষে নীরবতা ভাঙলেন শেন জার্গেনসেন। ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ শেন জার্গেনসেন।

বাংলাদেশ দলের ট্রেনার ডেভিড ডয়ার ভালো চাকরির অফার পেয়ে আগেই দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। তখন থেকে জার্গেনসেনের পদত্যাগ নিয়ে গুঞ্জন উঠে।তবে এতোদিন এই অষ্ট্রেলিয়ান নীরব থাকলেও সোমবার নীরবতা ভেঙে পদত্যাগের ঘোষণা দেন।

শ্রীলংকার সঙ্গে চরম ব্যর্থতার পর এশিয়া কাপেও হতাশাজনক পারফরমেন্স করে টাইগাররা। ব্যর্থতার ধারাবাহিকতা বজায় থাকে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তখন থেকেই চাউর উঠে জার্গেনসেনের ওপর সন্তুষ্ট নয় বিবিসি। এছাড়া বিসিবি সভাপতি সম্প্রতি দলে বড় ধরনের পরিবর্তনের আভাস দেন।

বাংলাদেশ ক্রিকেট দলের টানা ব্যর্থতা, ট্রেনার ও কোচের পদত্যাগ-সবমিলিয়ে টালমাটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরই অস্ট্রেলিয়ায় বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্বকাপকে সামনে রেখে অনতিবিলম্বে একজন অভিজ্ঞ কোচ ও ট্রেইনার নিয়োগ দেয়া দরকার বিসিবির। সে লক্ষ্যেই শিগগিরই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হবে বলে বিসিবি সূত্র জানায়্।

অন্যান্য খেলাধূলা