বহিরাগত সন্ত্রাসীদের হাত থেকে শিল্প-প্রতিষ্ঠানকে রক্ষা ও কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে মানব-বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাভারের রাজাশন এলাকার তৈরি পোশাক কারখানার মালিক ও শ্রমিকরা।
সোমবার সকালে সাভারের বিরুলিয়া সড়কের রাজাশনস্থ ড্রেস-আপ লিমিটেড নামক পোশাক কারখানার সামনে দাঁড়িয়ে হাতে হাত ধরে প্রতিবাদী ব্যানার ফেস্টুন নিয়ে এ মানব-বন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন তারা।
মানব-বন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ সময় ড্রেস-আপ ও মারহাবা গামেন্টের শ্রমিক ও মালিক পক্ষ দাবি করেন শান্তিপূর্ণ ভাবে কর্মস্থলে কাজ করার পরও গত ২৪ এপ্রিল সকালে বহিরাগত একদল সন্ত্রাসী তাদের গামেন্ট প্রতিষ্ঠানে ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর চালায়।এ সময় কারখানা দু’টির অন্তত ১০জন শ্রমিক আহত হয়।
শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে মালিক পক্ষ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় অভিযোগ করার পরও বিষয়টির কোনো সুষ্ঠু সমাধান না হওয়ায় শিল্প-প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।