লিভারপুল স্ট্রাইকার লুইস সুয়ারেজ ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়ারের পুরস্কার জিতেছেন। চেলসির মাঠে রেড ডেভিলরা ২-০ গোলে পরাজয়ের পরই সুয়ারেজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য লন্ডন উড়ে যান।
পুরস্কার জয়ের পর দারুণ উচ্ছ্বসিত উরুগুয়ের এই স্ট্রাইকার বলেন, “প্রিমিয়ার লিগে অনেক ভালো ভালো ফুটবলার খেলে থাকেন। তাদের মধ্যে সেরা বিবেচিত হওয়াটা সত্যিই সম্মানের ব্যাপার।”
অন্যদিকে চেলসির মিডফিল্ডার এডেন হ্যাজার্ড বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন।
বর্ষসেরা খেলোয়ারদের তালিকায় লিভারপুলের দলপতি স্টিফেন জেরার্ড ও ড্যানিয়েল স্টারিজ এবং চেলসির তিন তারকা-গোলরক্ষক পিটার চেক, এডন হ্যাজার্ড ও রক্ষণভাগের খেলোয়ার গ্যারি কাহিল ছিলেন।তাদের হারিয়েই প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলায়ারের পুরস্কার জিতেন সুয়ারেজ।
ইংলিশ প্রিমিয়ার লিগের এ বছরের নায়ক গত বছর এক কর্মকাণ্ডের ফলে খলনায়কে পরিণত হন। চেলসির ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ে দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন চলতি মওসুমে ফর্মের তুঙ্গে থাকা সুয়ারেজ। নিষিদ্ধ হয়েছিলেন ১০ ম্যাচের জন্য। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে সেই সুয়ারেজই ভাসছেন প্রশংসার ভেলায়।