আরো ৬৮৩ মুরসি সমর্থকের মৃত্যুদণ্ড

আরো ৬৮৩ মুরসি সমর্থকের মৃত্যুদণ্ড

image_79081_0মিশরের একটি আদালত মুসলিম ব্রাদারহুডের নেতা মুহাম্মদ বাদিসহ ৬৮৩ মুরসি সমর্থককে ফাঁসির আদেশ দিয়েছেন।

দেশটির একজন শীর্ষ আইনজীবী বিবিসিকে এ সংবাদ নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, মুহাম্মদ বাদি এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ৬৮২ জন সমর্থকের বিরুদ্ধে গত বছর একটি পুলিশ স্টেশনে আক্রমণের অভিযোগ আনা হয়। সেই অপরাধেই তাদের মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়।

একই আদালত গত মাসে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ৫২৯ জনের মধ্যে ৪৯২ জনকে মুক্তি দেয়। তাদের বেশির ভাগকেই যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।

আন্তর্জাতিক শীর্ষ খবর