গোপালগঞ্জে অপহরণকারী আটক

গোপালগঞ্জে অপহরণকারী আটক

image_79074_0গোপালগঞ্জে অপহরণের সময় হাতেনাতে ধরা পড়েছে আল মামুন সরদার নামের এক অপহরণকারী।

রোববার সন্ধায় উপজেলা সদরেরর দীঘারকুল গ্রামের একটি কন্যাশিশুকে অপহরণের সময় তাকে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

পুলিশ জানিয়েছে, বিভিন্ন কৌশলে সে অপহরণ করে পাচারকারী চক্রের হাতে তুলে দেয়। এ পর্যন্ত চারটি শিশুকে অপহরণ করে পাচারকারীদের হাতে তুলে দিয়েছে বলে পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন।

অপহরণকারী আল মামুন সরদারের বাড়ি খুলনা জেলার বঠিয়াঘাটা উপজেলার হুগলা বুনিয়া গ্রাম। তার বাবার নাম মোজ্জাফফর সরদার।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ভেন্নাবাড়ি গ্রামে ধানকাটা শ্রমিক হিসেব কাজ করতে এসে রোববার সন্ধ্যায় দীঘারকুল গ্রামের মো. নিরু ফকিরের শিশু কন্যা ও দীঘারকুল দক্ষিণ ঘোষগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী লামিয়াকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় সোমবার গোপালগঞ্জ থানায় আল মামুনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অন্যান্য অর্থ বাণিজ্য আন্তর্জাতিক জেলা সংবাদ বাংলাদেশ