মিডল ইস্ট রেস্পিরেটোরি সিন্ড্রোম- মার্স ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
এই ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মার্স ভাইরাসে সৌদিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০২ জলে। এদের মধ্যে চলতি মাসেই মৃত্যুবরণ করেছেন ৩৯ জন, যা মোট মৃতের এক-তৃতীয়াংশ। বর্তমানে এই রোগে আক্রান্তের সংখ্যা মোট ৩৩৯ জনে দাঁড়িয়েছে এবং গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে ১৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে। ফলে সৌদি সরকার এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো বর্তমানে বেশ উদ্বিগ্ন সময় পার করছে।
মার্স ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদের দুজন, বাণিজ্যিক নগরী হিসেবে খ্যাত জেদ্দার আটজন এবং তাবুকের ছয়জন। আক্রান্তদের মধ্যে রিয়াদে নয় মাস বয়সী এক শিশুও রয়েছে।
সদ্য শনাক্ত রোগীদের মধ্যে তিনজন পেশায় চিকিৎসক, (একজন সৌদি, একজন মিশরীয় ও একজন সিরিয়) এবং ছয়জন ফিলিপিনো নার্স রয়েছেন।
মার্স ভাইরাসটি উট থেকে ছড়াচ্ছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গিয়েছে। এখনো পর্যন্ত মার্সের কোন টিকা বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, তাই সকলের সচেতনতাই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার এখন পর্যন্ত একমাত্র উপায়।
প্রসঙ্গত, এই ভাইরাসে এ পর্যন্ত দুজন বাংলাদেশীও মারা গেছেন বলে জানা গেছে।