মিশরের সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
দেশটির রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে একটি মহাসড়কে রবিবার ওই দুর্ঘটনা ঘটে।
ওই মহাসড়কে একটি মোটরসাইকেল ও অন্তত ছয়টি যানবাহনের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আহরাম জানিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, প্রতি বছর মিশরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়।
মহাসড়কগুলোতে পর্যবেক্ষণ ব্যবস্থার অভাব, রাস্তাঘাটের বেহাল দশা ও ট্রাফিক আইন না মানাই এসব দুর্ঘটনার প্রধান কারণ। সূত্র : এনডিটিভি